ওয়ানডে জিততে দু দিন লাগল ইংল্যান্ডের
Updated By: Dec 11, 2014, 06:57 PM IST
![ওয়ানডে জিততে দু দিন লাগল ইংল্যান্ডের ওয়ানডে জিততে দু দিন লাগল ইংল্যান্ডের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/11/32334-root.jpg)
শতরানের পর রুট। (ছবি- এপি)
শ্রীলঙ্কা- ২৩৯, ইংল্যান্ড-২৪০/৫
ওয়েব ডেস্ক: বৃষ্টির জেরে গতকাল ম্যাচ পথে বন্ধ হয়ে যাওয়া সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচে জিতল ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকালে স্টেডিয়ামে ইংল্যান্ডকে জিততে হল দু দিন খেলার পর। সাত ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা এখনও এগিয়ে ৩-২।
ইংল্যান্ডকে এই ম্যাচে জেতানোর নায়ক জো রুট ও ক্রিস ওকস। আসন্ন বিশ্বকাপে ভাল ফলের যে দু জনের ওপর সবচেয়ে বেশি করে তাকিয়ে থাকবে ইংল্যান্ড।
গতকাল ৪৯ ওভারে অল আউট হয়ে গিয়ে শ্রীলঙ্কা তুলেছিল ২৩৯ রান। ইংল্যান্ডে পেসার ক্রিস ওকস (৬/২৬) একাই শেষ করে দেন শ্রীলঙ্কাকে। জবাবে জো রুট দুরন্ত অপরাজিত ১০৪ রানের ইনিংসের সৌজন্যে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।