ধোনিকে ক্যাপ্টেন্সি ছাড়তে বাধ্য করা হয়েছে: আদিত্য ভার্মা
এম এস ধোনিকে অধিনায়কত্ব থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে বললেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের (সিএবি) সেক্রেটারি আদিত্য ভার্মা। ভর্মা সরাসরি অভিযোগ তুলেছেন বিসিসিআই-এর যুগ্ম-সচিব অমিতাভ চৌধুরীর দিকে।
ওয়েব ডেস্ক: এম এস ধোনিকে অধিনায়কত্ব থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে বললেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের (সিএবি) সেক্রেটারি আদিত্য ভার্মা। ভর্মা সরাসরি অভিযোগ তুলেছেন বিসিসিআই-এর যুগ্ম-সচিব অমিতাভ চৌধুরীর দিকে।
আরও পড়ুন- জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করল মোহনবাগান
ভার্মার কথা অনুযায়ী, অমিতাভ চৌধুরি নাকি প্রধান নির্বাচক এমএসকে প্রসাদকে বলেন ধনির থেকে তাঁর ভবিষ্যত ক্রিকেট পরিকল্পনার বিষয়ে জানতে। আর এতেই যথেষ্ট আঘাত পেয়েছেন মাহি এবং সেখান থেকেই তাঁর ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বলে অভিযোগ। বিহার ক্রিকেটের এই কর্তার আরও দাবি, অমিতাভ চৌধুরি ও ধোনির মধ্যে চলা এই 'দ্বন্দ্ব'-এর কারণেই নাকি মাহি রঞ্জিট্রফিতে ঝাড়খন্ডের হয়ে খেলতে চাননি।