চতূর্থ স্থানে শেষ করে একটুর জন্য পদক হাতছাড়া দীপা কর্মকারের
পারলেন না দীপা কর্মকার। শেষ করলেন চতূর্থস্থানে। অবশ্য পদক না পলেও, এই এলিম্পিক যে চিরকাল দীপা কর্মকারের জন্যই মনে রাখবে বাঙালি। অলিম্পিক জিমন্যাস্টিকের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। তারপরেই সারা দেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল, হয়তো এবার পদক আনবেন দীপা। বারবার সাক্ষাত্কার দিতে গিয়ে আত্মবিশ্বাসীও লেগেছিল দীপাকে।
![চতূর্থ স্থানে শেষ করে একটুর জন্য পদক হাতছাড়া দীপা কর্মকারের চতূর্থ স্থানে শেষ করে একটুর জন্য পদক হাতছাড়া দীপা কর্মকারের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/15/63320-last14-8-16.jpg)
ওয়েব ডেস্ক: পারলেন না দীপা কর্মকার। শেষ করলেন চতূর্থস্থানে। অবশ্য পদক না পলেও, এই এলিম্পিক যে চিরকাল দীপা কর্মকারের জন্যই মনে রাখবে বাঙালি। অলিম্পিক জিমন্যাস্টিকের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। তারপরেই সারা দেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল, হয়তো এবার পদক আনবেন দীপা। বারবার সাক্ষাত্কার দিতে গিয়ে আত্মবিশ্বাসীও লেগেছিল দীপাকে।
আরও পড়ুন যে তেরঙ্গাকে পতপত করে উড়তে দেখে গর্বিত হন, জানেন ওটার নকশা করেছিলেন কে?
দীপা পারফর্মও করলেন দারুণ। কিন্তু শেষ পর্যন্ত একটুখানির জন্য পদক হাতছাড়া হয়ে গেল তাঁর। গোটা দেশেরও। দীপা কর্মকারের সোনার লাফ হয়তো পদক আনলো না, কিন্তু চিরকাল মানুষ তাঁপ এই রিও অলিম্পিকের পারফরম্যান্স মনে রাখবে। দীপা ফাইনালে পয়েন্ট অর্জন করলেন ১৫.০৬৬।
আরও পড়ুন জীবনসঙ্গী বাঁছতে আপনার প্রেমিকা বা প্রেমিকার মধ্যে এই দুটো জিনিস আছে কিনা দেখে নিন