কোপায় ছুটি হয়ে গেল মেক্সিকোর
মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে কোপায় নক আউটে ওঠার আশা বাঁচিয়ে রাখল ইকুয়েডর। এই ম্যাচ হেরে কোপা থেকে ছুটি হয়ে গেল মেক্সিকোর। কোপায় হেভিওয়েট হয়ে শুরু করলেও টুর্নামেন্টকে চোখের জলে বিদায় জানাতে হল মেক্সিকোকে। গ্রুপ পর্বেই বিদায় নিতে হল এই দেশকে।
![কোপায় ছুটি হয়ে গেল মেক্সিকোর কোপায় ছুটি হয়ে গেল মেক্সিকোর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/20/39241-13mexico.jpg)
ওয়েব ডেস্ক: মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে কোপায় নক আউটে ওঠার আশা বাঁচিয়ে রাখল ইকুয়েডর। এই ম্যাচ হেরে কোপা থেকে ছুটি হয়ে গেল মেক্সিকোর। কোপায় হেভিওয়েট হয়ে শুরু করলেও টুর্নামেন্টকে চোখের জলে বিদায় জানাতে হল মেক্সিকোকে। গ্রুপ পর্বেই বিদায় নিতে হল এই দেশকে।
বোলানোসের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান এনার ভ্যালেন্সিয়া। পেনাল্টি থেকে রাউল জিমেনেজ একটা গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি মেক্সিকো। কোপার নিয়ম অনুযায়ী তিনটি গ্রুপের প্রথম দুটো দল কোয়ার্টার ফাইনালে খেলবে। গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে শেষ আঠে খেলার সম্ভাবনা থাকছে ইকুয়েডরের।