IPL 2020: CSK-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও মুছে গেল সুরেশ রায়নার নাম
আইপিএল শুরুর আগেই CSK-এর হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয় সুরেশ রায়নাকে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![IPL 2020: CSK-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও মুছে গেল সুরেশ রায়নার নাম IPL 2020: CSK-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও মুছে গেল সুরেশ রায়নার নাম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/29/277588-raina.jpg)
নিজস্ব প্রতিবেদন: জয় দিয়ে ২০২০ সালের আইপিএল অভিযান শুরু করলেও পর পর দুটো ম্যাচ হেরে বেশ খানিকটা ব্যাকফুটে চেন্নাই সুপার কিংস। মিডল অর্ডার নিয়ে চিন্তা বাড়ছে সিএসকে শিবিরে। একইসঙ্গে সুরেশ রায়নাকে ফিরিয়ে আনার প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। চেন্নাই শিবিরে কি ফিরছেন রায়না? কয়েকদিন আগেই তা স্পষ্ট করে দেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। এবার CSK-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও মুছে দেওয়া হল সুরেশ রায়নার নাম।
আইপিএল খেলতে আমিরশাহি পৌঁছানোর পর পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না। মাঝে শোনা গিয়েছিল রায়না দুবাইতে ফিরে দলের সঙ্গে যোগ দিতে পারেন! তবে আইপিএল শুরুর আগেই CSK-এর হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয় সুরেশ রায়নাকে। এবার চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সরিয়ে দেওয়া হল সুরেশ রায়নার নাম। রায়নার পাশাপাশি হরভজন সিংয়ের নামও সরিয়ে দিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট।
রায়নাকে দলে ফেরানোর প্রসঙ্গে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন আগেই জানিয়েছিলেন, "আমার পিছন ফিরে তাকাতে চাইনা। রায়নার পরিবারের পাশে থাকার সিদ্ধান্তকে সম্মান জানাই। আইপিএল খেলা থেকে ও নিজেকে সরিয়ে নিয়েছে। তাই রায়নাকে ফিরিয়ে আনার মতো কোনও পরিকল্পনা আমাদের নেই। তবে আমরা খুব শীঘ্রই আইপিএলে কামব্যাক করব। ফ্যানদের মুখে হাসি ফেরাতে কী করা দরকার সেটা আমাদের দলের ছেলেরা জানে।"
আরও পড়ুন - স্বার্থ সংঘাতের অভিযোগকে 'বাপি বাড়ি যা' সৌরভ গাঙ্গুলির