কমনওয়েলথ গেমসে ভারতের আরও একটি পদক, সোনা এনে দিলেন শুটার শ্রেয়সী
১২টি সোনা, ৪টি রুপো ও ৭ ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদকসংখ্যা গিয়ে দাঁড়াল ২৩
![কমনওয়েলথ গেমসে ভারতের আরও একটি পদক, সোনা এনে দিলেন শুটার শ্রেয়সী কমনওয়েলথ গেমসে ভারতের আরও একটি পদক, সোনা এনে দিলেন শুটার শ্রেয়সী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/11/117066-40.jpg)
নিজস্ব প্রতিবেদন: ওম প্রকাশের পর বুধবার ফের শুটিংয়ে দেশের জন্য পদক আনালেন শ্রেয়সী সিং। কমনওয়েলথ গেমসে দেশের জন্য ১২তম সোনা এনে দিলেন শ্রেয়সী। এনিয়ে ভারতের ঘরে এল ১২টি সোনা, ৪টি রুপো ও ৭টি ব্রোঞ্জ।
অারও পড়ুন-ঘণ্টায় ৫০৫৯টি টয়লেট তৈরি হয়েছে বিহারে! প্রধানমন্ত্রীকে খোঁচা তেজস্বীর
বুধবার পুরুষদের ৫০ মিটার পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ তুলে নেন ওম প্রকাশ। তবে ভারতের আরও এক শুটার জিতু রাই অষ্টম স্থানে গিয়ে শেষ করেন। এদিন মেয়েদের বক্সিংয়ে ৪৬ কেজি বিভাগের সেমিফাইনালে শ্রীলঙ্কার অনুশা দিলরুশিকে ৫-০ তে হারিয়ে ফাইনালে চলে গেলেন মেরি কম।
আরও পড়ুন-সংসদে অচলাবস্থার প্রতিবাদে এক দিনের অনশনে বসবেন মোদী-শাহ
১২টি সোনা, ৪ রুপো ও ৭টি ব্রোঞ্জ জিতে ভারত এখন তৃতীয় স্থানে। ৫০টি সোনা, ৩৮ রুপো ও ৪২টি ব্রোঞ্জ পেয়ে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ২৪টি সোনা, ২টি রুপো ও ২১টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।