EXPLAINED | Champions Trophy 2025: 'ভারত-পাকিস্তানের থেকে ৮ বছর ছিনিয়ে...'! চরম হুঁশিয়ারিতে এবার বাইশ গজে মহাপ্রলয়
Champions Trophy 2025: ম্পিয়ন্স ট্রফির জট এখনও কাটেনি,এই আবহে বড় খবর হয়ে গেল...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) । ৫০ ওভারের টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র (ICC) ব্য়ানারে ফিরছে এই টুর্নামেন্ট। তবে ওয়াঘার এপারের দেশের, আটারির ওপারে খেলতে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে।
ভারত জানিয়ে দিয়েছে যে, তারা খেলতে যাবে না পাকিস্তানে! পিসিবি জবাবে আইসিসি-কে মেইল পাঠিয়েছে ভারতের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে। পাশাপাশি জানতে চেয়েছে যে, বিসিসিআই কী কারণে পাক সফরে না করেছে। এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif) চমকে দেওয়া সুপারিশ করেছেন আইসিসি-কে।
আরও পড়ুন: বিরাট পদক্ষেপ, পাকিস্তানকে ভিসাই দিল না ভারত!
এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাত্কারে ৫৬ বছরের প্রাক্তন উইকেটকিপার-ব্য়াটার বলেন, 'দেখুন, এই বিষয়ে আমার পরামর্শ একটাই- আইসিসির উচিত ২০২৪ থেকে ২০৩১ সাইকেলের জন্য, ভারত-পাকিস্তানের থেকে সকল গ্লোবাল ইভেন্ট আয়োজনের অধিকার কেড়ে নেওয়া হোক। আইসিসি-র সবার আগে উচিত এই দুই বোর্ডকে তাদের সকল সমস্যা সমাধান করতে বলা। তারপর তাদের হোস্টিং রাইটস দেওয়া। আমার মনে হয় এই সময়ের মধ্য়ে পাকিস্তান দু'টি ও ভারত চার-পাঁচটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। এই দুই দল যদি একে অপরের দেশে খেলতে না চায়, তাহলে আমার পরামর্শ একটাই, টুর্নামেন্ট আয়োজনের অধিকার কেড়ে নেওয়া হোক।'
সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক চাপানউতোরের জন্য সেই ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শেষবার ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দেশ। খেলা হয়েছে নিরপেক্ষ দেসে। যদিও পাকিস্তান এসেছে ভারতে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে দুই দেশের শেষবার সাক্ষাত্ হয়েছিল।
গতবছর যুগ্মভাবে এশিয়া কাপের আয়োজন করেছিল শ্রীলঙ্কা ও মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হয়েছিল চার ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে ছিল নয় ম্যাচ। ভারত নিরপেক্ষ ভেন্য়ু হিসেবে ওয়ানিন্দু হাসারঙ্গাদের দেশেই খেলেছিল। চ্য়াম্পিয়ন্স ট্রফি যে, হাইব্রিড মডেলে হবে না, তা এখনই বলে দেওয়া যাচ্ছে না! পাকিস্তানের পাশাপাশি দ্বিতীয় দেশ হবে সংযুক্ত আরব আমিরশাহি বা দুবাই। ভারত তাহলে সেখানেই চ্য়াম্পিয়ন্স ট্রফির ম্য়াচগুলি খেলবে।
আরও পড়ুন: অতীতে পেরেছেন মাত্র দু'জন! এবার করে দেখালেন হরিয়ানার পেসার, শুক্রে লেখা হল ইতিহাস...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)