WATCH | Border-Gavaskar Trophy: 'আমারও প্রথম শ্রেণিতে...', বুমরা-পন্থের ১০০ ডলারের বাজি! হাসি থামছেন না নেটপাড়ার...

Rishabh Pant and Jasprit Bumrah: বুমরা-পন্থের সে কী খুনসুটি, হাসতে হাসতে লুটোপুটি খাবেন আপনি...  

Updated By: Nov 15, 2024, 01:30 PM IST
WATCH | Border-Gavaskar Trophy: 'আমারও প্রথম শ্রেণিতে...', বুমরা-পন্থের ১০০ ডলারের বাজি! হাসি থামছেন না নেটপাড়ার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধের ১০ দিন আগেই টিম ইন্ডিয়া চলে এসেছে ডনের পাড়ায়। টেস্ট সিরিজের আগে ভারত কোনওরকম ওয়ার্ম-আপের ম্যাচের পথে হাঁটেনি। তবে গৌতম গম্ভীরের টিম বেছে নিয়েছে গোপনে অনুশীলন! পারথের ওয়াকা গ্রাউন্ডে চলছে মহারণের ক্লোজড ডোর মহড়া। 

আরও পড়ুন: ভয়ংকর ভরাডুবির পরই আতঙ্কের অস্ট্রেলিয়া, ডনের দেশে এবার স্বয়ং 'ঈশ্বর' আসছেন বাঁচাতে?

বিসিসিআই ভারতীয় ক্রিকেট সর্মথকদের অনুশীলন দেখার সুযোগ করে দিল। নেটদুনিয়ার কথা ভেবে নেটসেশনের 'বিহাইন্ড দ্য় সিন' বা 'বিটিএস' ভিডিয়ো পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টিম রয়েছে একেবারে ফুরফুরে মেজাজে। ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাদের কথোপকথন সেই কথাই বলে দিচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে রোল বদলে গিয়েছে দুই ক্রিকেটারের। পন্থকে ফেস করার জন্য় বুমরা প্য়াড-গ্লাভস-হেলমেট পরে নেটে। অন্য়দিকে বল হাতে তুলে নেন পন্থ।  

নেট শুরুর আগে পন্থ আবার বুমরাকে মনে করিয়ে দেন যে, তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট রয়েছে। যা শুনে বুমরা শুভেচ্ছা জানিয়ে পন্থকে বলেন, তা বাড়িতে সাজিয়ে রেখে দিতে। এভাবেই শুরু হয় দুয়ের খুনসুটির। এরপর পন্থের বলে পুল করেন বুমরা, কিন্তু পন্থ বলে ওঠেন, 'নেটে বুমরাকে পিষে দিয়েছি আমি। এক উইকেটও পেলাম।' যা শুনে বুমরা বলেন, 'ওর বোলিং অ্যাকশন অবৈধ। এটা আউট হয়নি। হয় দুই নয়, চার। আমি পুল শট মেরেছি। ও ভাবছে সাতজন ফিল্ডার রয়েছে। ওকে বল করতে দেওয়াই উচিত নয়'! এখানেই শেষ নয়, পন্থ দলের ফাস্ট বোলিং কোচ মর্নি মর্কেলকে বলেন যে, তিনি যদি বুমরাকে প্রথম বলে আউট করতে পারেন, তাহলে পন্থ তাঁকে ১০০ ডলার দেবেন।

বুমরাহ এবং পন্থ আসন্ন সিরিজে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তা বলার অপেক্ষা রাখে না। এই জুটির অসাধারণ রেকর্ড রয়েছে। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের পর পন্থ ৫ ম্যাচে ৪৬.৮৮-এর গড়ে ৪২২ রান করেছেন ৮৬.৪৭-এর স্ট্রাইক রেটে। একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন পন্থই। ছয় ইনিংসে ২৬১ রান করেছিলেন তিনি।

আরও পড়ুন: কোহলির কুৎসা কাণ্ডে নয়া মোড়! গম্ভীরের চরিত্র নিয়েই খোঁচা রিকির! মাঠে ব্রেট লি

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

.