Virat Kohli, BGT 2023: দ্রাবিড়ের সঙ্গে নিছক আড্ডায় কোন চাপা যন্ত্রণা তুলে ধরলেন বিরাট কোহলি? দেখুন ভাইরাল ভিডিয়ো
ব্যক্তিগত মাইলস্টোনের থেকে টিমগেমের উপর বেশি ফোকাস থাকে বিরাটের। তাই শতরান হল কী হল না সেটা নিয়ে মাথা ঘামাতে চাইতেন না। কিন্তু চাইলেই তো হয় না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৯ সালের পর ২০২২। ১০২০ দিন পর তিন অঙ্কের রানের (সব ফরম্যাট মিলিয়ে) দেখা পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তারিখটি ছিল ৯ সেপ্টেম্বর ২০২২। এশিয়া কাপে (Asia Cup 2022) নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে ঝলসে উঠেছিল বিরাটের ব্যাট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিতে করেছিলেন প্রথম শতরান। কিন্তু বিরাট যে লাল বলের ক্রিকেটেও রাজা। তবে ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার শতরান করেছিলেন তিনি। প্রায় তিন বছরেরও বেশি সময়ে ধরে লাল বলের ক্রিকেটে শতরান না পাওয়ার জন্য তাঁকে রীতিমতো সমালোচিত হতে হয়েছিল। তবে সে সব এই মুহূর্ত হয়ে অতীত হয়ে গেল। আর তাই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) শেষ টেস্টে ৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংস খেলেই নিন্দুকদের একহাত নিলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। সিরিজ শেষ হওয়ার পর দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে নিছক আড্ডায় নিজের মনের যন্ত্রণা তুলে ধরলেন 'কিং কোহলি' (King Kohli)। বিসিসিআই টিভি দুই মহাতারকার সাক্ষাৎকারের ভিডিয়ো তুলে ধরেছে।
দ্রাবিড় প্রাক্তন অধিনায়ক বিরাটের উদ্দেশে বলেন, 'আমি জানি শতরান করা তুমি অভ্যাসে পরিণত করে ফেলেছ। কোভিড পরিস্থিতির জন্য বেশি টেস্ট ম্যাচ হাতে পাওনি। দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে শতরান না পাওয়া কীভাবে মেনে নিয়েছিলে? আমি জানি সংখ্যা নিয়ে আমরা বিশেষ ভাবে সচেতন। কেপটাউনে ৭০ রানের ইনিংসটাও দারুণ ছিল। কিন্তু শতরান না পাওয়া কি মনের ভিতরে ছাপ ফেলেছিল? মনের ভিতরে নিশ্চয় সব সময়ে কাজ করছিল সেটা?'
— BCCI (@BCCI) March 14, 2023
বিরাটের জবাব ছিল, 'সত্যি বলতে ব্যর্থ হওয়ার জন্য আমার নিজের মনের ভিতরেই জটিলতা বাড়ছিল। তিন সংখ্যার ম্যাজিক ফিগারে পৌঁছনোর জন্য অস্থিরতা একজন ব্যাটারকে পরিপূর্ণতা দিতে পারে। আমার ভিতরে কিছুটা হলেও অস্থিরতা বাড়ছিল। তবে উলটো দিকও আছে। ৪০-৪৫ রান করে আমি খুশি হই না। দলের জন্য পারফর্ম করতে আমি গর্ববোধ করি। আমি যখন ৪০ রানে ব্যাট করি, তখনও জানি আমি ১৫০ রান করতে পারি। আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। দলের জন্য বড় রান কেন পাচ্ছি না আমি? দলের যখন প্রয়োজন, সেই সময়ে কঠিন পরিস্থিতিতে সেরাটা দিতে পছন্দ করি। প্রয়োজনে দলের কাজে আসতে পারছিলাম না। সেটাই আমাকে ভাবাচ্ছিল।'
আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: টেস্টে ১২০৫ দিন পর শতরান করে নিন্দুকদের চুপ থাকতে বলে দিলেন বিরাট
দু’জনের কথায় উঠে এসেছে অজিদের বিরুদ্ধে ১৮৬ রানের ইনিংসের প্রসঙ্গ। বিরাট ফের যোগ করেন, 'এই ম্যাচের মতো রান করতে পারলে বেশ হালকা লাগে। খেলাটা আরও বেশি উপভোগ করতে পারি। বেশ উত্তেজিত থাকি ফলের জন্য। সঠিক সময়ে বড় রান করতে পেরেছি। তাই আমি খুশি। কারণ এর পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। ম্যাচটা অনেক চাপমুক্ত ভাবে খেলতে পারব।'
ব্যক্তিগত মাইলস্টোনের থেকে টিমগেমের উপর বেশি ফোকাস থাকে বিরাটের। তাই শতরান হল কী হল না সেটা নিয়ে মাথা ঘামাতে চাইতেন না। কিন্তু চাইলেই তো হয় না। বিরাট বলেছেন, শতরান অধরা থাকা নিয়ে তাঁকে উঠতে বসতে নিয়ে কটাক্ষ হজম করতে হয়েছে। এমনকি হোটেলর কর্মী থেকে বাস ড্রাইভার, লিফটে দেখা হয়ে যাওয়া অচেনা ছেলেটিও তাঁকে প্রশ্ন করেছেন, “কবে শতরানের দেখা পাব?
তাঁর প্রতিক্রিয়া,'অনেক মানুষ আমার কাছে জানতে চেয়েছেন কেন শতরান করতে পারছি না। সবার সেই একই প্রশ্ন, শতরান কবে পাব! হোটেল রুম থেকে বেরোলে, বাইরের লোকের সামনে পড়লে, লিফটে থাকা মানুষ বা বাস ড্রাইভারের মুখোমুখি হলেই শুনতে হত, আমরা শতরান দেখতে চাই। তাই অনেক চ্যালেঞ্জ টপকে এই শতরানের আমার কাছে খুবই স্পেশ্যাল।'
সাড়ে তিন বছর পরে শতরান পাওয়ায় টেস্টে কোহলির সেঞ্চুরি সংখ্যা হল ২৮। সব মিলিয়ে ৭৫টি আন্তর্জাতিক শতরান। ঘরের মাঠে ১৪টি শতরান করলেন কোহলি। যার ফলে বীরেন্দ্র শেহওয়াগ, দিলীপ বেঙ্গসরকর ও মহম্মদ আজহারউদ্দিনকে ছাপিয়ে গেলেন 'কিং কোহলি'।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)