Mohun Bagan| CFL 2024: বাদ সাধল আবহাওয়া! শুক্রে কলকাতা লিগে মোহনবাগান ম্যাচ বাতিল...
কলকাতা লিগে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে মোহনবাগান। পয়েন্ট, ৯। সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে গেলে আরও বেশি কয়েকটি ম্যাচ জিততে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। এই পরিস্থিতিতে বাতিল হয়ে গেল কালীঘাট ম্যাচ। কবে হবে খেলা? তা অবশ্য এখনও জানানো হয়নি।
![Mohun Bagan| CFL 2024: বাদ সাধল আবহাওয়া! শুক্রে কলকাতা লিগে মোহনবাগান ম্যাচ বাতিল... Mohun Bagan| CFL 2024: বাদ সাধল আবহাওয়া! শুক্রে কলকাতা লিগে মোহনবাগান ম্যাচ বাতিল...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/01/486030-ammmmm.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনভর আকাশের মুখভার। লাগাতার বৃষ্টি শহরে। খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেল কলকাতার লিগে মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ। আগামিকাল, শুক্রবার খেলা হওয়ার কথা ছিল। IFA-এ সূত্রে খবর, মাঠে জল জমে গিয়েছে।
কলকাতা লিগে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে মোহনবাগান। পয়েন্ট, ৯। সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে গেলে আরও বেশি কয়েকটি ম্যাচ জিততে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। এই পরিস্থিতিতে বাতিল হয়ে গেল কালীঘাট ম্যাচ। কবে হবে খেলা? তা অবশ্য এখনও জানানো হয়নি।
এদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে আরও ২ বছরের চুক্তি করে ফেলল মোহনবাগান। হোসে মলিনার দলের অনুশীলন শুরু হলেও, দিমি এখনও যোগ দেননি ক্লাবে। পারিবারিক একটি অনুষ্ঠান শেষ করে সামনের সপ্তাহে শহরে চলে আসবেন তিনি।
নতুন চুক্তি সই করার পর এমবিএসজি মিডিয়াকে দিমি বলেছেন, 'মোহনবাগান আমার উপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। চেষ্টা করব দলকে আরও ট্রফি জেতাতে। এবার আমাদের দলের শক্তি গতবারের তুলনায় অনেক বেড়েছে। আমার দীর্ঘদিনের অস্ট্রেলীয় বন্ধু জেমি ম্যাকলারেন যোগ দিয়েছেন দলে। আমরা দু'জনে একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। সফলও হয়েছি। সেই রেশ বজায় রাখতে চাই ভারতেও'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)