বেঙ্গল টেনিসেও আইপিএল-এর ছোঁয়া
আনুষ্ঠানিক ঘোষণায় হাজির বিখ্যাত টেনিস কোচ আখতার আলিও। এই বছর দ্বিতীয় বছরে পা রাখল এই লিগ। অনুষ্ঠানের উদ্ধোধন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবছর রাজ্যের ৬টি জেলা থেকে অংশ নিচ্ছে ৬টি দল। খেলাও হবে ৬টি ভিন্ন ফরম্যাটে।
![বেঙ্গল টেনিসেও আইপিএল-এর ছোঁয়া বেঙ্গল টেনিসেও আইপিএল-এর ছোঁয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/30/107560-tenis.jpg)
নিজস্ব প্রতিবেদন: আইপিএল-এর ছোঁয়া রাজ্য ভটেনিসে। গত বছরের মত এই বছরেও বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সল্টলেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রিমিয়ার টেনিস লিগ ২০১৮।
আরও পড়ুন- টেবিল টেনিসে 'ভারতসেরা' নৈহাটির সুতীর্থা
অন্যান্য খেলায় আগেই লেগেছিল আইপিএল-এর ছোঁয়া। সেই ঝলক গত বছর দেখা গিয়েছিল রাজ্য টেনিসেও। এই বছরেও বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হচ্ছে বেঙ্গল প্রিমিয়ার টেনিস লিগ ২০১৮। সল্টলেকে এই লিগ চলবে ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলার খেলোয়ারদের গুণগত মান বাড়াতেই এই লিগের আয়োজন।জানালেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর পরিচালক সুজিত সরকার। খেলোয়ারদের উত্সাহ দিতে হাজির ছিলেন টলি জগতের বিশিষ্টরা।
আনুষ্ঠানিক ঘোষণায় হাজির বিখ্যাত টেনিস কোচ আখতার আলিও। এই বছর দ্বিতীয় বছরে পা রাখল এই লিগ। অনুষ্ঠানের উদ্ধোধন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবছর রাজ্যের ৬টি জেলা থেকে অংশ নিচ্ছে ৬টি দল। খেলাও হবে ৬টি ভিন্ন ফরম্যাটে।
খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়