কেপটাউনে টেস্ট জিতে বাবার জন্য বিশেষ সেলিব্রেশন বেন স্টোকসের, ভাইরাল ছবি
আসলে বাবা গেডের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই বেন স্টোকসের এমন ভঙ্গিমায় সেলিব্রেশন করেন।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![কেপটাউনে টেস্ট জিতে বাবার জন্য বিশেষ সেলিব্রেশন বেন স্টোকসের, ভাইরাল ছবি কেপটাউনে টেস্ট জিতে বাবার জন্য বিশেষ সেলিব্রেশন বেন স্টোকসের, ভাইরাল ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/09/227833-6.jpg)
নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে দুরন্ত পারফরম্য়ান্সের পর বল হাতেও কেপটাউন টেস্ট জয়ে বড় ভূমিকা নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। টেস্ট জয়ের পর বাঁ হাতের মধ্যমা মুড়ে বিশেষ সেলিব্রেশনে মেতে ওঠেন স্টোকস। কিন্তু কেন এই ভঙ্গিমায় সেলিব্রেশন?
A once in a generation cricketer. And he's ours.
No words left @benstokes38 pic.twitter.com/PgjxGOegip
— England Cricket (@englandcricket) January 7, 2020
আসলে বাবা গেডের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই বেন স্টোকসের এমন ভঙ্গিমায় সেলিব্রেশন করেন। স্টোকসের বাবা এই মুহূর্তে জোহানেসবার্গের হাসপাতালে চিকিত্সাধীন। স্টোকসের বাবা ছিলেন রাগবি খেলোয়াড়। আর্থিক সংস্থান না থাকায় একসময় তাঁর মধ্যমার অর্ধেক অস্ত্রোপচার করে বাদ দিতে হয়। সেই ঘটনাকে মনে রেখেই এমন সেলিব্রেশন বেন স্টোকসের।
বিশ্বকাপ জয় থেকে অ্যাসেজ সিরিজ ড্র রাখা সবেতেই স্টোকসের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে বাবার অসুস্থতা ভাবাচ্ছে বেনকে। তাই বেন স্টোকস নিজেই জানিয়েছেন, তাঁর বাবার সুস্থতার বিনিময়ে ২০১৯ সালে পাওয়া সব সাফল্য ছেড়ে দিতেও পারেন।
আরও পড়ুন - দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলেন রাফা-ফেডেক্স-সেরেনা-মাশা-জকোভিচ