BCCI On Wriddhiman Saha: ঋদ্ধিকে সাংবাদিকের 'হুমকি'! তদন্ত করবে বিসিসিআই

ঋদ্ধিমান সাহা বিসিসিআই-এর চুক্তিবদ্ধ ক্রিকেটার।

Updated By: Feb 21, 2022, 06:01 PM IST
BCCI On Wriddhiman Saha: ঋদ্ধিকে সাংবাদিকের 'হুমকি'! তদন্ত করবে বিসিসিআই
ঋদ্ধিমান সাহার মেসেজ কাণ্ডে আসরে বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পরেই বিতর্কের আগুন জ্বলতে শুরু করেছে। এই পরিস্থিতিতেই এক সাংবাদিক ঋদ্ধিকে মেসেজ করে'হুমকি' দিয়েছেন! গত শনিবার রাতের দিকে টুইটারে একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন ঋদ্ধি। সেই স্ক্রিনশটে চোখ রাখলে দেখা যাচ্ছে এক সাংবাদিক ঋদ্ধিকে কার্যত ‘হুমকি’ই দিয়েছেন।  যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ঋদ্ধির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। ঋদ্ধির পাশে দাঁড়িয়েছেন তাঁর জাতীয় দলের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রী। এই বিষয়ে শাস্ত্রী বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হস্তক্ষেপ দাবি করেছেন। 

দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড পুরো ঘটনার খতিয়ে তদন্ত করবে। ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "সাহা ওই সাক্ষাৎকারে কী বলেছে, তার প্রতিটি বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত বিষয়টিকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। পাশাপাশি সাহার শেয়ার করা টুইটটিও দেখতে হবে। সাহা বিসিসিআই-এর চুক্তিবদ্ধ ক্রিকেটার। ফলে বোর্ডের ওপরেই দায়িত্ব বর্তায়। এছাড়াও দেখতে হবে এর সঙ্গে কাজের কোনও যোগসূত্র আছে কী!" 

সাংবাদিক ঋদ্ধিকে রীতিমতো অসম্মানিত করে কিছু মেসেজ করেন। সাংবাদিক লিখেছিলেন, "আমার সঙ্গে একটা ইন্টারভিউ করো। (তোমার জন্য) ভাল হবে। " এক মিনিট পরেই আরও একটি মেসেজ করেন সেই সাংবাদিক। সেখানে লেখা হয়েছে, "ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সব থেকে বেশি সাহায্য করতে পারবে।"  ঋদ্ধি এই পোস্টের সঙ্গেই লিখেছেন, "ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের থেকে এমন বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।" এরপরেই ঝড় উঠে যায়।

আরও পড়ুন: Wriddhiman Saha: ঋদ্ধিকে সাংবাদিকের 'হুমকি'! সৌরভের হস্তক্ষেপ দাবি শাস্ত্রীর

আরও পড়ুন:Wriddhiman Saha বিতর্কে এ বার মুখ খুললেন CAB-র সচিব Snehasish Ganguly

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.