দেশের নামেই ভুল করল বাংলাদেশ
ইংরাজি বানানে 'বি' 'এ'-এর মাঝখানে 'এন' (BNANGLADESH) বসিয়ে বিপাকে সাকিব আল হাসানের দেশ।
Updated By: Jan 18, 2018, 01:38 PM IST
নিজস্ব প্রতিবেদন: ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের টিকেটে নিজের দেশের বানান ভুল করে বিপাকে বাংলাদেশ। দেশের নামের ইংরাজি বানান ভুল হওয়ার শোরগোল বেঁধেছে সে দেশের ওয়েব মহলে। টিপ্পনী আর নিন্দায় ফুলে ফেঁপে উঠেছে টুইটার থেকে ফেসবুক। ইংরাজি বানানে 'বি' 'এ'-এর মাঝখানে 'এন' (BNANGLADESH) বসিয়ে বিপাকে সাকিব আল হাসানের দেশ। যদিও কোনও বিভ্রান্তি হয়নি শ্রীলঙ্কা নামের বানানে। ১৯ জানুয়ারি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের টিকিটেই এই বানান বিভ্রাট ঘটেছে। যদিও বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ভুলে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি আসেনি।
খেলার খবর জানতে রাত ১১টায় দেখুন 'স্পোর্টস ২৪'
আরও পড়ুন- বাজিগর! হারের পরও বর্ষসেরা বিরাটই