Sakib Al Hasan: আওয়ামী লিগ করাই কাল হল! বাংলাদেশ সরকারের এই পদক্ষেপে প্রবল বিপাকে সাকিব আল হাসান

Sakib Al Hasan: আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে সাকিবকে দলে রাখেনি বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন এই সিরিজে না খেললেও তার খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি

Updated By: Nov 7, 2024, 08:15 AM IST
Sakib Al Hasan: আওয়ামী লিগ করাই কাল হল! বাংলাদেশ সরকারের এই পদক্ষেপে প্রবল বিপাকে সাকিব আল হাসান

সেলিম রেজা | ঢাকা: বাংলাদেশের তারকা ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার মাঝরাতে বিষয়টি সংবাদমাধ্যমে জানায় সংস্থাটি।

আরও পড়ুন-বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, শীত কবে আসবে জানিয়ে দিল আবহাওয়া দফতর

এর আগে, গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেটার সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ। তদন্ত শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।
 
বিএফআইইউ-এর ওই পদক্ষেপের ফলে অলরাউন্ডার ক্রিকেটারের বাংলাদেশে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হল। এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন মিস্টার সেভেন্টি ফাইভ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত তার না খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয় কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে সাকিবকে দলে রাখেনি বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন এই সিরিজে না খেললেও তার খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক পরিস্থিতি ও সার্বিক ঘটনার প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিবকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে না দেখার সম্ভাবনাই জোরাল হল।

এবছর ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মাগুরা জেলার একটি নির্বাচনী আসন থেকে আওয়ামী লিগের হয়ে ভোটে লড়েন সাকিব। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যও হন তিনি। তবে রাজনৈতিক পট পরিক্রমায় পরিস্থিতি ভিন্ন দিকে এগোলে ও বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর থেকেই বাংলাদেশের বাইরে আছেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.