এশিয়ান গেমসে শুটিংয়ে সোনা জয় ষোলো বছরের সৌরভের

জুনে বিশ্ব জুনিয়র শুটিং বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন সৌরভ।

Updated By: Aug 21, 2018, 11:45 AM IST
এশিয়ান গেমসে শুটিংয়ে সোনা জয় ষোলো বছরের সৌরভের

নিজস্ব প্রতিবেদন : জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে শুটিংয়ের হাত ধরে তৃতীয় সোনা এল ভারতের ঘরে। মঙ্গলবার গেমসের তৃতীয় দিনে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ১৬ বছরের তরুণ শুটার সৌরভ চৌধুরী। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শুটার অভিষেক ভর্মা।

আরও পড়ুন - এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাসে 'দঙ্গল গার্ল' ভিনেশ ফোগত

মঙ্গলবার গেমসের তৃতীয় দিনে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডেই ইঙ্গিত মিলেছিল।  যে সোনা জিততে পারেন সৌরভ। শেষ পর্যন্ত হলও তাই। শীর্ষে থেকেই ফাইনালে উঠেছিলেন সৌরভ। ফাইনালে সৌরভ স্কোর করেন ২৪০.৭। রুপো জিতলেন জাপানের তোমোইয়ুকি মাতসুদা। এবর ব্রোঞ্জ জেতেন ভারতের অভিষেক ভর্মা। তাঁর স্কোর ২১৯.৩। চলতি বছরে জুনে বিশ্ব জুনিয়র শুটিং বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন সৌরভ। মঙ্গলবার ১৬ বছর বয়সী তরুণ এই শুটার দেশকে এশিয়ান গেমসে সোনা এনে দিলেন।  এই নিয়ে চলতি এশিয়ান গেমসে তিনটি সোনা ভারতের ঝুলিতে।

চলতি এশিয়ান গেমসে শ্যুটিংয়ে এই প্রথম সোনা জিতল ভারত। গেমসের প্রথম দিন ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অপূর্বী চাণ্ডেলা-রবি কুমার জুটি। সোমবার, গেমসের দ্বিতীয় দিনে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জেতেন শুটার দীপক কুমার। আর পুরুষদের ট্র্যাপ ইভেন্টে রুপো জেতেন লক্ষ্য শেওয়ান।

.