ফেডারেশনের শুভেচ্ছা মিনার্ভাকে
মাত্র দু'বছরেই আই লিগ চ্যাম্পিয়ন হল মিনার্ভা পঞ্জাব এফসি। ১৯৯৬-৯৭ মরসুমে সুখবিন্দর সিংয়ের হাত ধরে পঞ্জাবের দল হিসেবে প্রথম জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জেসিটি। ২২ বছর পর 'পঞ্চ নদীর দেশে' আবার আই লিগ ট্রফি।
ওয়েব ডেস্ক : মাত্র দু'বছরেই আই লিগ চ্যাম্পিয়ন হল মিনার্ভা পঞ্জাব এফসি। ১৯৯৬-৯৭ মরসুমে সুখবিন্দর সিংয়ের হাত ধরে পঞ্জাবের দল হিসেবে প্রথম জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জেসিটি। ২২ বছর পর 'পঞ্চ নদীর দেশে' আবার আই লিগ ট্রফি।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল টুইট করে মিনার্ভার ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের শুভেচ্ছা জানিয়েছেন।
Congratulations @Minerva_AFC on winning the @ILeagueOfficial Title for 2017-18. You played like Champions. Many congratulations to players and supporting staff of the team. #IndianFootball #ILeague pic.twitter.com/VxnQygDm4A
— Praful Patel (@praful_patel) March 8, 2018
ফেডারেশনের সচিব কুশল দাস চ্যাম্পিয়ন মিনার্ভাকে অভিনন্দন জানিয়ে বলেছেন," ভাল খেলেছে মিনার্ভা পঞ্জাব ফুটবল ক্লাব। যেভাবে দলটি চ্যাম্পিয়ন হল সেটা নিয়েই একটা গল্প হয়ে যাবে।"
আরও পড়ুন- সন্তানদের 'রামের বনবাস' দেখে আজ বড্ড মনখারাপ 'লজেন্স দিদি'-র
আই লিগে চ্যাম্পিয়ন হয়ে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল মিনার্ভা পঞ্জাব এফ সি।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়