অবিলম্বে Remdesivir প্রয়োজন, টুইট করলেন Harbhajan, বাকিটা বুঝে নিলেন Sonu Sood
এবার হরভজন সিংয়ের ত্রাতার ভূমিকায় সোনু সুদ।
![অবিলম্বে Remdesivir প্রয়োজন, টুইট করলেন Harbhajan, বাকিটা বুঝে নিলেন Sonu Sood অবিলম্বে Remdesivir প্রয়োজন, টুইট করলেন Harbhajan, বাকিটা বুঝে নিলেন Sonu Sood](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/12/320162-789.jpg)
নিজস্ব প্রতিনিধি: সুরেশ রায়নার (Suresh Raina) করোনাক্রান্ত (COVID-19) কাকিমাকে অক্সিজেন দিয়ে বাঁচানোর পর, এবার হরভজন সিংয়ের ত্রাতার ভূমিকায় সোনু সুদ (Sonu Sood)। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার অবিলম্বে রেমডিসিভির প্রতিষেধক প্রয়োজন বলে টুইট করেছিলেন। যথারীতি তা চোখে পড়ে যায় সোনুর। ভাজ্জিকে তিনি টুইটেই লিখে দেন, 'পোঁছে যাবে'
1 remdesiver injection required (urgent)
Hospital- Basappa hospital near Aishwarya fort , chitradurga , Karnatka
Pls contact this no : 9845527157
(@harbhajan_singh) May 12, 2021
Bhaji...Wil be delivered https://t.co/oZeljSBEN3
(@SonuSood) May 12, 2021
আরও পড়ুন: অস্ট্রেলীয়দের মস্তিষ্ক ধার করেই সফল Rahul Dravid! এমনই দাবি করলেন Greg Chappel
সোনুকে নিয়ে নতুন করে আর কাউকে কিছু বলার নেই। দেশবাসী এখনই সোনুকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি জানাচ্ছেন। যেভাবে গতবছর থেকে তিনি সকলের পাশে সবসময় দাঁড়াচ্ছেন, তা প্রকাশের কোনও ভাষা নেই। করোনা মহামারিতে সাধারণ থেকে সেলেব, সকলেই দ্বারস্থ হয়েছেন সোনুর। সাধ্য মতো করে যাচ্ছেন বলিউডের অভিনেতা। সোনুকে প্রতিদিন কুর্নিশ জানাচ্ছে দেশবাসী। ভাজ্জিও আজ কৃতজ্ঞ সোনুর প্রতি। এ আর বলার অপেক্ষা রাখে না।