Earphone: ইয়ারফোনেই লুকিয়ে থাকে কোটি কোটি জীবাণু, বড় ক্ষতির আগে জেনে নিন কীভাবে তা পরিষ্কার রাখবেন...
Feb 08, 2025, 19:31 PM IST
1/5
ইয়ারফোন
যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি নোংরা আপনার রোজকার ব্যবহার করা ইয়ারফোন। নিয়মিত সাফ না রাখলেই বিপদ। একটি গবেষণা বলছে রান্নাঘরের বেসিনের থেকে ৬ গুণ বেশি জীবাণু লুকিয়ে থাকতে পারে ইয়ারফোনে।
2/5
কী বলছে গবেষণা
এক মার্কিন গবেষণা সংস্থার গবেষণায় দেখা যাচ্ছে যারা রোজ ইয়ারফোন ব্যবহার করেন তারা ইয়ারফোন যারা ব্যবহার করেন না তাদের থেকে ৫ গুণ বেশি সংক্রমণের ঝুঁকির মধ্যে থাকেন। রান্নাঘরে আমরা যে সবজি কাটার চপবোর্ড ব্যবহার করি তার থেকেও ২ হাজার গুণ বেশি জীবাণু লুকিয়ে থাকতে পারে ইয়ারফোনে।
photos
TRENDING NOW
3/5
কীভাবে বাসাবাঁধে
কেন ইয়ারফোনে জীবাণু বাসা বাঁধে? বিশেষজ্ঞরা বলছেন, ইয়ারফোন পরে থাকলে কানের মধ্যে বায়ু চলাচল কম হয়ে যায়। বেড়ে যায় আর্দ্রতা। তৈরি হয় ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু। ইয়ারফোনে জমে থাকতে পারে খাবার থেকে শুরু করে তেল-সাবান।
4/5
কীভাবে বাড়ে রোগের আশঙ্কা
দিনের পর দিন কানে জীবাণু বাড়তে থাকে। পাশাপাশি তারা বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। ফলে ইয়ারফোন সাফ না করলেই রোগের আশঙ্কা বেড়ে যায়।
5/5
সাফ রাখবেন কীভাবে
কীভাবে সাফ রাখবেন ইয়ারফোন? ইয়ারফোনের মধ্যে কোনও নরম উপাদান থাকলে তা রোগ খাওয়াতে হবে বা ধুয়ে শুকিয়ে নিতে হবে। ইয়ারফোনের ভিতরের অংশ কাপড় দিয়ে বা স্যানিটাইজার দিয়ে মুছে নিতে হবে। পাশাপাশি অন্যের ইয়ারফোন একেবারেই ব্যবহার করা উচিত নয়।