Tanmay Bhattacharya: বইমেলায় বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য, নিলেন ৫টি বই... জাগো বাংলায় যেতেও অস্বস্তি নেই!
Tanmay Bhattacharya at BJP stall: আমার কাছে কোনও সমস্যা না। আমি চলে যেতেই পারি।
1/5
বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!
মৌমিতা চক্রবর্তী: বইমেলায় বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য! বইমেলার ১৬০ নম্বর স্টল,বিজেপির জনবার্তা-র স্টল, সেই স্টলে ঢুকে পড়লেন সাসপেন্ড হওয়া সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সেই ছবি সামনে আসতেই বেশ শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির ৫টা বইও নেন তিনি স্টল থেকে। যদিও এঘটনা তেমন গুরুত্ব দিতে নারাজ তন্ময় ভট্টাচার্য।
2/5
বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!
photos
TRENDING NOW
3/5
বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!
4/5
বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!
5/5
বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!
বিজেপির মতো জাগো বাংলার স্টলেও তিনি যাবেন কিনা, সেই প্রশ্নের উত্তরে তন্ময় ভট্টাচার্য বলেন, "প্রায় সব স্টলেই আমি যাই। জাগো বাংলায় আমি একবার ঢুকেছিলাম। এবারে ঢুকিনি এখনও অবধি। চলে যেতেই পারি জাগো বাংলায়। আমার কাছে কোনও সমস্যা না। আমি চলে যেতেই পারি। আমার মাথায় কাস্তে-হাতুড়ি সিম্বল দেওয়া টুপি আছে। এই টুপিটা পরেই আমি চলে যেতে পারি। আমার কোনও অস্বস্তি নেই। তবে জাগো বাংলা সত্যি হবে কিনা, আমি জানি না।"
photos