Maha Kumbh | Viral video: টিকিট নেই, ট্রেনের টয়লেটে বসেই কুম্ভযাত্রা! ভেতরে থেকে দরজা বন্ধ করে দিয়ে...

Mahakumbh Mela: ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃতস্নানে পদপিষ্ট হয়ে মহাকুম্ভে সরকারিভাবে ৩০ জনের মৃত্যু হয়। জখম হন বহু ভক্ত। এসবের পরেই এই ভাইরাল ভিডিয়ো দেখে আতঙ্কিত অনেকে...

Feb 08, 2025, 17:10 PM IST
1/5

মহাকুম্ভ

Maha Kumbh

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে কোনও উৎসব-পার্বণের আবহে রেলের বিভিন্ন সেকশনে যাত্রীদের বিপুল চাপ বাড়ে। তবে যাত্রীদের চাপ সামলাতে রেলের তরফেও ওই নির্দিষ্ট সময়ে বাড়তি ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। তবে এক ভাইরাল ভিডিয়ো নিয়ে বির্তক তৈরি হয়েছে। 

2/5

মহাকুম্ভ

Maha Kumbh

বন্ধুদের সঙ্গে ট্রেনের বাথরুমে বসেই মহাকুম্ভে গিয়েছেন এক তরুণী। ট্রেনের বাথরুম লক করে তারা চলেছেন মহাকুম্ভের পথে। সেখান থেকেই ভিডিয়ো পোস্ট করে সমালোচনার মুখে তারা। 

3/5

মহাকুম্ভ

Maha Kumbh

টিকিট চেকারের কাছে যাতে কোনওভাবেই ধরা পড়ে না যান, সেই জন্য বাথরুমের দরজাও খোলেননি ওই তরুণী এবং তাঁর বান্ধবীরা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে যারপরনাই বিরক্ত নেটিজেনরা। 

4/5

মহাকুম্ভ

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Isha Banerjee (@mammam5645)

তাদের দাবি, ট্রেনে খুব ভিড় আর সেই ভিড় এড়াতেই তরুণী এবং তার দুই বান্ধবী এই বাথরুমে করে কুম্ভ যাত্রা। ভিডিয়ো দেখে ইউজারদের বক্তব্য, ট্রেনে ভিড়, বাকি যাত্রীদেরও তো অসুবিধা হবে বাথরুম দীর্ঘক্ষণ বন্ধ থাকলে?

5/5

মহাকুম্ভ

Maha Kumbh

তরুণীর দাবি, তাঁদের কাছে আর কোনও রাস্তা খোলা ছিল না। সেই জন্য এভাবেই মহাকুম্ভের জন্য যাত্রা করতে হয়েছে তাঁদের। এই ভিডিও শেয়ার করার কয়েকদিন পর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের ডুব দেওয়ার ভিডিও- ও শেয়ার করেছিলেন ওই তরুণী।