Pravesh Sahib Singh Verma: বাবা-কাকার হাত ধরেই রাজনীতিতে, 'জায়ান্ট কিলার' পরভেশ দিল্লির ভোটে আগেও গড়েছেন রেকর্ড!

Delhi Assembly Election Result 2025: ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরছে বিজেপি। বিজেপির ঝুলিতে ৪৮ আসন। আর আপের ২২। কেজরিওয়াল নিজেও হেরে গিয়েছেন।  

Feb 08, 2025, 17:33 PM IST
1/6

'জায়ান্ট কিলার' পরভেশ সাহিব সিং ভার্মা কে?

Who is Pravesh Sahib Singh Verma the Giant Killer

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়াকে হারিয়ে 'জায়ান্ট কিলার' হিসেবে রাজনীতির মঞ্চে উঠে এসেছেন পরভেশ সাহিব সিং ভার্মা। অরবিন্দ কেজরিওয়ালকে ৪০০০ ভোটে হারিয়েছেন বিজেপির পরভেশ সাহিব সিং ভার্মা। পরভেশ সাহিব সিং ভার্মা পেয়েছেন ৩০,০৮৮ ভোট।   

2/6

'জায়ান্ট কিলার' পরভেশ সাহিব সিং ভার্মা কে?

Who is Pravesh Sahib Singh Verma the Giant Killer

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর রাজদৌড়ে অবশ্যম্ভাবী হিসেবেই রয়েছে তাঁর নাম। এখন প্রশ্ন হচ্ছে কে এই জায়ান্ট কিলার পরভেশ সাহিব সিং ভার্মা? কী তাঁর পরিচয়? কোথা থেকে তাঁর রাজনীতিতে আগমন? জায়ান্ট কিলার পরভেশ সাহিব সিং ভার্মা রাজনীতিতে কোনও নতুন মুখ নন। বহুদিনের রাজনীতিক তিনি। বলা ভালো, পারিবারিক উত্তরাধিকার সূত্রেই তিনি রাজনীতিতে।   

3/6

'জায়ান্ট কিলার' পরভেশ সাহিব সিং ভার্মা কে?

Who is Pravesh Sahib Singh Verma the Giant Killer

দিল্লির অত্যন্ত নামকরা রাজনীতিক পরিবারের সন্তান তিনি। পরভেশের বাবা সাহিব সিং ভার্মা নিজেই ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওদিকে পরভেশের কাকা আজাদ সিং ছিলেন উত্তর দিল্লি পুরনিগমের মেয়র। ২০১৩ সালের বিধানসভা ভোটে মুন্দকা ভোটে বিজেপির টিকিটে লড়েন তিনি।   

4/6

'জায়ান্ট কিলার' পরভেশ সাহিব সিং ভার্মা কে?

Who is Pravesh Sahib Singh Verma the Giant Killer

১৯৭৭ সালে জন্ম পরভেশের। দিল্লির আর কে পুরমের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিরোরি মাল কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। এরপর ফোর স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।   

5/6

'জায়ান্ট কিলার' পরভেশ সাহিব সিং ভার্মা কে?

Who is Pravesh Sahib Singh Verma the Giant Killer

২০১৩ সালের বিধানসভা ভোটে মেহরৌলি কেন্দ্র থেকে জিতে প্রথমবার বিধায়ক হন পরভেশ। রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটে তাঁর। এরপর ২০১৪ সালে পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্র জিতে সাংসদ হন পরভেশ। তারপর ২০২৯-এও রেকর্ড ৫ লাখ ৭৮ হাজার ভোটে জেতেন তিনি।   

6/6

'জায়ান্ট কিলার' পরভেশ সাহিব সিং ভার্মা কে?

Who is Pravesh Sahib Singh Verma the Giant Killer

২০২৫ দিল্লি বিধানসভা নির্বাচনের আগে পরভেশ-ই স্লোগান তোলেন, 'কেজরিওয়াল হঠাও, দেশ বাঁচাও।' আপ সরকারের আমলের বিভিন্ন প্রশাসনিক কাজকর্মের তীব্র সমালোচনা করেন তিনি। যমুনা সংস্কার থেকে নারী সুরক্ষা, জলদূষণ, বায়ুদূষণ ইত্যাদি বিভিন্ন ইস্যুতে নাগাড়ে বিঁধে চলেন আপ সরকারকে।