ছবি: মাত্র ২০ টাকায় চা, পাউরুটি, ঘুগনি, কলা ও ডিম, ফেসবুকে ভাইরাল দোকানদার
Oct 26, 2019, 20:00 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: মাত্র ২০ টাকায় চা, পাউরুটি, ঘুগনি, কলা ও ডিম। বিশ্বাস হচ্ছে না!
2/5
চা, পাউরুটি, ঘুগনি, কলা ও ডিম- মানে সকালের ব্রেকফাস্ট। আর সাত সকালে পেট ভরাতে পকেট থেকে খসবে মাত্র ২০ টাকা। এত্তো কিছু কি আদৌ আজকের দিনে দেওয়া সম্ভব?
photos
TRENDING NOW
3/5
ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এমনই একটি বিজ্ঞাপন। এক ক্রেতা দোকানদারের অনুরোধে ছবিটি পোস্ট করেছেন, আর তা রীতিমতো ভাইরাল হয়েছে।
4/5
ফেসবুকে জনৈক তরুণী লিখেছেন, কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় ২০ টাকায় চা,পাউরুটি, ঘুগনি, কলা,ডিম পাওয়া যাচ্ছে। ওই দোকানদার অনুরোধ করেছিলেন ছবিটি ফেসবুকে প্রচার করতে, যাতে তাঁর ক্রেতা বাড়ে।
5/5
ওই দোকানির আবেদনে সাড়া দিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন তরুণী। আর তা রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। জেটগতির যুগেও মানুষ শেয়ার করছেন। পাশে দাঁড়াচ্ছেন। উতসবের আগে এক প্রবীণের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন।