Weather Today: তাপমাত্রা কমলেও থাকবে না শীতের আমেজ

নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে।

Dec 01, 2021, 07:25 AM IST

সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও থাকছে না শীতের আমেজ। সপ্তাহান্তে দক্ষিনবঙ্গে হতে পারে বৃষ্টি।  

1/5

থাকছে না শীত

no trace of winter

সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও বুধবার থেকে আগামি ৪৮ ঘন্টা শীতের আমেজ হারাতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ।

2/5

তাপমাত্রা

Temperature

সোমবার রাতের তাপমাত্রা ছিল ১৮.৩। মঙ্গলবার রাতে তা কমে হয় ১৭.৭। তবে এই সময়ের স্বাভাবিকের থেকে তা ১ ডিগ্রি বেশি।

3/5

মেঘলা আকাশ

cloudy sky

আগামি কয়েকদিন রাতের তাপমাত্রা অল্প অল্প করে বাড়বে। দিনের তাপমাত্রাও এই মুহুর্তে আর নামার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

4/5

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত

depression

শুক্রবার অথবা শনিবারের পর উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাময়িকভাবে দক্ষিণবঙ্গে উধাও হতে পারে শীত। আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঢুকেছে বঙ্গোপসাগরে। পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। 

5/5

দেশের কোথায় হবে বৃষ্টি

where in india will rain

আগামি ৪৮ ঘন্টায় তামিলনাড়ু উপকূলে প্রভাব ফেলবে এই ঘূর্ণাবর্ত। এগোবে অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে। আন্দামান ও নিকোবরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।