1/7
জমে থাকা জলেই মশার উৎপত্তি
2/7
মশার কামড় থেকে ম্যালেরিয়া, ডেঙ্গি,চিকুনগুনিয়ার মতো নানা রোগও হয়
photos
TRENDING NOW
3/7
কারুর যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে, তিনি যেন এই স্প্রে করার সময়ে কাছে না আসেন
4/7
মশা জন্মে গেলে ভরসা রাখতে পারেন মশার স্প্রের ওপরে
মশা জন্মে গেলে ভরসা রাখতে পারেন মশার স্প্রের ওপরে। পুরসভা থেকে অনেক সময়েই বাড়ি বাড়ি এসে মশার ওষুধ স্প্রে করে দিয়ে যায়। এতে মশা মরে যায়। কিন্তু যে সব জায়গায় সেই সুবিধে নেই, সেখানে নিজেরাই উদ্যোগ নিয়ে মশার স্প্রে কিনে ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখুন, স্প্রে কনটেনারের গায়ে যে সতর্কতা লেখা আছে, তা যেন অবশ্যই মেনে চলা হয়।
5/7
খেয়াল রাখবেন যাতে, ইলেকট্রিক শক না লাগে ইলেকট্রিক ইনসেক্ট ট্র্যাপ ব্যবহারের সময়ে
6/7
মশা মারতে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানে
7/7
সামান্য সচেতন আর সতর্ক থাকলে মশার জন্ম কমবে। তার পাশাপাশি স্বাভাবিক ভাবেই কমবে মশার উপদ্রবের সঙ্গে মশা থেকে হওয়া রোগও কমবে।
বাড়িতে গাছ লাগানোর মতো জায়গা থাকলে, মশা বিনাশকারী গাছ লাগাতে পারেন। এর জন্য যে ঘরে মসকিউটো রেপেল্যান্ট গাছ থাকবে, সেখানে আলাদা করে স্প্রে করারও দরকার পড়বে না। এর জন্য বেছে নিতে পারেন সিন্ত্রোনেল্লা, লেমন বাম, গাঁদা, বেসিল বা তুলদি, ল্যাভেন্ডার, রোজমেরি ইত্যাদি গাছ। মশা কামড়ালে এই ধরনের গাছের পাতা ঘষে তার রস গায়ে লাগালেও আরাম পাওয়া যায় তৎক্ষণাৎ।
photos