EXPLAINED | East Bengal ISL Playoffs Scenario: লাল-হলুদের জয়ের হ্যাটট্রিক! আদৌ কি আইএসএল প্লেঅফ সম্ভব? এক ঝলকেই জলের মতো বুঝে নিন

East Bengal ISL Playoffs Scenario: কী ভাবে ইস্টবেঙ্গল যেতে পারে আইসএসএলের প্রথম ছয়ে, জেনে নিন সব অঙ্ক...  

| Feb 27, 2025, 19:44 PM IST
1/8

আইএসএলে লাল-হলুদের জয়ের হ্যাটট্রিক!

East Bengal Hat-trick of Victory

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথমবার ইস্টবেঙ্গল জয়ের হ্যাটট্রিক করেছে। গতকাল, বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ২-০ জিতেছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল মেসি বৌলির। প্রতিপক্ষের মনোজ মহম্মদ করেন আত্মঘাতী গোল। লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাব প্রথম ছয়ের আশা জিইয়ে রাখল। এখন প্রশ্ন, পরপর তিন ম্যাচ জিতে মশালবাহিনী কীভাবে প্লেঅফে যেতে পারে, এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জলের মতো বুঝে নিন প্লেঅফে যাওয়ার সব অঙ্ক।

2/8

পয়েন্ট টেবলে ইস্টবেঙ্গল

East Bengal Point Table In ISL

চলতি আইএসএলের ১৩ দলীয় লড়াইয়ে এখন ইস্টবেঙ্গল পয়েন্ট টেবলে ৮ নম্বরে। পিছনে ফেলেছে কেরালা ব্লাস্টার্স (৯), চেন্নাইয়িন এফসি (১০), পঞ্জাব এফসি (১১), হায়দরাবাদ এফসি (১২) ও শহরের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবকে (১৩)। অস্কার ব্রুজোঁর টিমের ঝুলিতে এখন ২২ ম্যাচে ২৭ পয়েন্ট। ক্লেটন সিলভাদের বাকি রয়েছে আর দু'ম্যাচ। যা জিতলে ইস্টবেঙ্গলের সর্বোচ্চ ৩৩ পয়েন্ট হবে। আগামী ২ মার্চ, ইস্টবেঙ্গল খেলবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ৮ মার্চ শিলংয়ে গিয়ে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গ্রুপের অন্তিম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।   

3/8

কীভাবে ইস্টবেঙ্গল প্লেঅফে যেতে পারে?

 How can East Bengal qualify for the ISL playoffs

বেঙ্গালুরু ও নর্থইস্টের বিরুদ্ধে জিতলে ইস্টবেঙ্গলের প্লেঅফে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে ঠিকই। কিন্তু শুধু জিতলেই চলবে না, আরও একাধিক বিষয় জড়িয়ে রয়েছে, যা যেতে হবে লাল-হলুদের পক্ষে। নর্থইস্ট ইউনাইটেড, মুম্বই সিটি এফসি ও ওড়িশা এফসি টেবলে ইস্টবেঙ্গলের উপরে রয়েছে। তারা রয়েছে যথাক্রমে ৫, ৬ ও ৭ নম্বরে। তারাও কিন্তু প্রথম ছয়ের দৌড়ে। প্রথম ছয়ের প্রতিদ্বন্দ্বীদের কথা মাথায় রেখেই, ইস্টবেঙ্গলকে প্লে-অফে যোগ্যতা অর্জনের জন্য (যদি তারা উভয় খেলা জিততে পারে) বেশ কিছু সমীকরণ পূরণ করতে হবে।   

4/8

মুম্বই সিটি এফসি

Mumbai City FC

প্লেঅফে জায়গা করে নেওয়ার জন্য আইল্যান্ডার্স খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের এখনও তিন ম্যাচ বাকি। মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে মুম্বই। কিন্তু যদি তারা বাকি সব ম্যাচ হেরে যায়, তাহলে প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নরা ৩২ পয়েন্টে এসে দাঁড়াবে। ইস্টবেঙ্গল যদি তাদের শেষ দুটি ম্যাচ জিতে ৩৩ পয়েন্টের মাইলফলক স্পর্শ করে, তাহলে মুম্বইকে মাত করে দেবে। এমনকী মুম্বাই যদি তাদের শেষ তিনটি ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গলকে ছুঁয়েও ফেলে, তবুও তারা ইস্টবেঙ্গলের চেয়ে উপরেই থাকবে। কারণ এই মরসুমের শুরুতে কলকাতার দলকে মুম্বই হারিয়েছে। চূড়ান্ত অবস্থানে দলগুলির হেড-টু-হেড রেকর্ডও বিবেচনা করা হয়। ইস্টবেঙ্গল মুম্বই সিটির উপরে শেষ করলেও, প্লেঅফে যাওয়ার জন্য বেশ কিছু বিষয় নির্ভর করবে।  

5/8

নর্থইস্ট ইউনাইটেড

Northeast United

জুয়ান পেদ্রো বেনালির দলের এখনও দুই ম্যাচ বাকি আছে। স্রেফ এক ম্যাচ জিতেই তারা আইএসএল প্লেঅফে চলে যাবে। লিগ পর্বের শেষ দুই ম্যাচে তারা চেন্নাইয়িন এবং ইস্টবেঙ্গলের সঙ্গে খেলবে। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড চাইবে চেন্নাইয়িন এফসির কাছে হাইল্যান্ডার্স হেরে যাক, যাতে তাদের শেষ শেষ ছয়ের সম্ভাবনা উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়। ইস্টবেঙ্গল যদি বেঙ্গালুরু ও নর্থইস্টকে হারিয়ে দেয়, তাহলে অস্কারের টিম বেনালিবাহিনীর চেয়ে এগিয়ে যাবে। তাছাড়া, নর্থইস্ট ইউনাইটেড যদি চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ড্র করে এবং ইস্টবেঙ্গল তাদের শেষ দুটি খেলা জিততে পারে (অর্থাৎ উভয়ই ৩৩ পয়েন্ট নিয়ে শেষ করে), তবুও ইস্টবেঙ্গল টেবলে তাদের নর্থইস্টের উপরে থাকবে। কারণ তারা এই মরসুমের শুরুতে কলকাতায় হাইল্যান্ডার্সকে হারিয়েছে।  

6/8

ওড়িশা এফসি

Odisha FC

ইস্টবেঙ্গলের জন্য প্রথম ছয়ে যাওয়ার ক্ষেত্রে আরও বড় মাথাব্যথা হল ওড়িশা এফসি! জাগারনটসের এখনও দুই ম্যাচ বাকি আছে। একটি মহামেডান এবং অন্যটি জামশেদপুরের বিরুদ্ধে। যদি তারা কোনও ভাবে দুই ম্যাচ জিততে পারে, তাহলে সের্জিও লোবেরার দল প্লে-অফের দৌড়ে এক বিরাট লাফ দেবে। সেক্ষেত্রে, তারা ৩৫ পয়েন্ট নিয়ে শেষ করবে! এমন পয়েন্ট যা ইস্টবেঙ্গল চেয়েও স্পর্শ করতে পারবে না। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডে চাইবে ওড়িশা দুটি খেলার মধ্যে কমপক্ষে একটি হারুক। তাহলে লাল-হলুদ দুই ম্যাচ জিতলেই লাল-হলুদের লোবেরার দলের উপরে থাকা নিশ্চিত।  

7/8

কেরালা ব্লাস্টার্স

Kerala Blasters

টেবিলে ইস্টবেঙ্গলের চেয়ে টাস্কার্স হয়তো উপরে নেই, কিন্তু ক্লেটনদের শীর্ষ ছয়ে ওঠার সম্ভাবনা নষ্ট করে দিতে পারে তারা! যদি কেরালা ব্লাস্টার্স তাদের বাকি তিনটি ম্যাচ জিততে পারে, তাহলে তারা ৩৩ পয়েন্ট নিয়ে শেষ করবে। এই দুই দলের মধ্যে মুখোমুখি লড়াই বিবেচনা করা যাবে না। কারণ এই মরসুমে দুই দলের সাক্ষাতে একবার ইস্টবেঙ্গল জিতেছে, আরেকবার কেরালা জিতেছে। সেক্ষেত্রে গোল বিবেচনা করতে হবে। ইস্টবেঙ্গলের (২৬) চেয়ে বেশি গোল কেরালার (৩০)। টাস্কার্সকে বিদায় জানাতে হলে দিয়ামানতাকোসদের গোলের সংখ্যা বাড়াতেই হবে। কিন্তু যদি কেরালা তাদের শেষ তিনটি ম্যাচের একটিতেও হেরে যায়, তাহলে তারা ইস্টবেঙ্গলের চেয়ে পিছিয়ে পড়বে। কারণ কলকাতার দল তাদের শেষ দুই ম্যাচ জিতেছে।  

8/8

দেখতে গেলে ইস্টবেঙ্গলের প্লেঅফে খেলার সম্ভাবনা এখনও ক্ষীণ!

East Bengal Tight Schedule

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এফকে আরকাদাগের মুখোমুখি হবে, যার দুটি লেগ ৫ মার্চ এবং ১২ মার্চ। এর সঙ্গে তাল মিলিয়ে আইএসএলের দুটি ম্যাচ জেতা রীতিমতো কঠিন কাজ হবে। কিন্তু যদি তারা আইএসএলে লিগ পর্বে আরও দুটি জয় পায়, তাহলে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। যদি ওড়িশা তাদের শেষ দুই ম্যাচের একটিতে হেরে যায় এবং  কেরালা ব্লাস্টার্স তাদের বাকি তিন ম্যাচের একটিও জিততে না পারে তাহলে লাল-হলুদের কাজ অনেক সহজ হবে। লাল-হলুদ কোচ অস্কার বলেছেন দুই টুর্নামেন্ট মিলিয়ে ১০ দিনের ভিতর ৪ ম্যাচ খেলতে হবে তাঁদের। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে তাঁর টিম।