Why Mars is red: মঙ্গলের 'লাল'রহস্য ভেদ! জানা গেল আসল কারণ...

Why Mars is red: "লাল গ্রহ" নামে পরিচিত মঙ্গল। কিন্তু কেন মঙ্গলের রং লাল? এ প্রশ্ন সবার। বিজ্ঞানীরা খুঁজে পেলেন তার উত্তর।   

Feb 27, 2025, 18:45 PM IST
1/5

মঙ্গল লাল কেন?

Why Mars is red

মঙ্গল গ্রহের এই অস্বাভাবিক রঙের কারণ লুকিয়ে মঙ্গল গ্রহের ধুলোয় মিশে থাকা লৌহ খনিজ পদার্থের সঙ্গে। তবে তা শুধু একটি শুষ্ক খনিজ হেমাটাইটের কারণে নয়।   

2/5

মঙ্গল লাল কেন?

Why Mars is red

বরং অনেকটা ঠিক যেমন মরচে পড়ে! বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গলগ্রহের পৃষ্ঠে যে পাথর রয়েছে। সেই পাথরে থাকা লোহা এবং জল ও অক্সিজেনের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে ওই খনিজগুলি তৈরি হয়েছে।   

3/5

মঙ্গল লাল কেন?

Why Mars is red

লৌহের উপস্থিতির কারণেই মঙ্গলের রং লাল। আসলে আয়রন অক্সাইড লাল রঙের অন্যতম কারণ। মঙ্গলের শিলায় থাকা লোহা জল ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করেছে বলে মনে করা হয়।  

4/5

মঙ্গল লাল কেন?

Why Mars is red

কোটি কোটি বছর ধরে এই আয়রন অক্সাইড ধুলোয় পরিণত হয়ে মঙ্গল গ্রহের বাতাসে ছড়িয়ে পড়ে। আবার আরও একটি তত্ত্ব বলে, শুধু আয়রন অক্সাইড-ই মঙ্গল গ্রহের লাল রঙের কারণ নয়।   

5/5

মঙ্গল লাল কেন?

Why Mars is red

সেই তত্ত্ব বলে, জারিত লোহা বা ফেরিহাইড্রেটের কারণেও মঙ্গলের রং লাল!