1/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/09/191721-modimamata1.jpg)
2/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/09/191720-d6gxphmueaenz9r.jpg)
বাঁকুড়া ও পুরুলিয়ার সভায় নরেন্দ্র মোদী অভিযোগ করেন, এখানকার কালো সোনায় মাফিয়ারাজ কায়েম করেছে তৃণমূল। মাফিয়ারাই সরকার চালাচ্ছে। তারপরই বাঁকুড়ার সভা থেকে পালটা চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল নেত্রী। বলেন,''তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নাকি কোল মাফিয়া। একটা প্রমাণ করতে পারলে ৪২টি প্রার্থী প্রত্যাহার করব। তুমি প্রমাণ করতে না করলে সর্বসম্মখে ওঠবোস করতে হবে''।
photos
TRENDING NOW
3/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/09/191719-d6dqvrmueaijbq.jpg)
4/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/09/191718-modimamata2.jpg)
কয়লা পাচারের একটি প্রমাণ একটি পেন ড্রাইভে বন্দি আছে বলেও দাবি করেন মমতা। বলেন, ''চ্যালেঞ্জ ছুড়ছি। আমার কাছে একটা পেন ড্রাইভ আছে। বাজারে যদি ছেড়ে দিই কোল স্মাগলিংয়ের অনেক কথা বেরিয়ে আসবে। যদি মিডিয়া দেখাতে চায়, দিয়ে দেব। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ কয়লা পাচারের কথা বলছে। আমি এসব করি না। ভদ্রতা করি''।
5/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/09/191717-d6hfdauwaau7p.jpg)
একইসঙ্গে মমতা দাবি করেন, সারদা করেছিল সিপিএম। তাদের একজনকেও গ্রেফতার করেননি। আপনার চার-পাঁচজন বহরমপুরের গ্যাস কেলেঙ্কারিতে জড়িত। বের করব? গরু স্মাগলিংয়ের কত টাকা ডিল হয়েছে? নোট বাতিলের টাকা গেল কোথায়? আপনার রাজ্যে কয়েক হাজার কোটি টাকার গ্যাস ও বিদ্যুত্ কেলেঙ্কারি হয়েছে। সহারার ডায়েরি লুকিয়ে দিয়েছেন। পুলিসকে ভয় দেখিয়ে গোধরা থেকে গুজরাটের দাঙ্গা ক্লিনচিট করিয়েছেন।
photos