কোন নিষিদ্ধ যৌনতার মৌতাতে সেদিন শিউরে উঠেছিল রক্ষণশীলতা?
Lady Chatterleys Lover: এর সাহিত্যরূপটি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল বহু দশক আগে। তার পর থেকেই বিতর্ক এর পিছু ছাড়েনি। অশ্লীলতার তকমায় ভূষিত হয়ে বইটি প্রথম থেকেই বিতর্কের জালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমা করিন এবং জ্যাক ও'কনেল। এই দুজনের অভিনয়ের দ্যুতিতে পূর্ণ হয়ে নেটফ্লিক্সে অবশেষে 'লেডি চ্যাটার্লিজ লাভার'। কিন্তু সে তো এই একুশ শতকে। এবং আসছে সম্পূর্ণ বিনোদনের মোড়কে। তবে এর আদি ফরম্যাট, মানে, সাহিত্যরূপটি এ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল বহু দশক আগে। আর তার পর থেকেই বিতর্ক এর পিছু ছাড়েনি। অশ্লীলতার তকমায় ভূষিত হয়ে বইটি প্রথম থেকেই বিতর্কের জালে।
1/6
অশ্লীলতা প্রতিরোধ আইন বিল
![অশ্লীলতা প্রতিরোধ আইন বিল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/04/398602-lady-1.png)
১৯২৮ সালের আইন সংশোধন করে ১৯৫৯ সালে ব্রিটিশ রাজনীতিবিদ রয় জেনকিন্স অশ্লীলতা প্রতিরোধ আইন বিল আনলেন সংসদে। এই আইনে বলা হল-- একটি লেখা বা ছবি তখনই অশ্লীল বলে পরিগণিত হবে যখন তা আংশিক বা সম্পূর্ণ ভাবে মানুষকে কুপথে চালিত করবে। তবে কোনও বই যদি সাহিত্যগুণসমৃদ্ধ হয়, তা হলে তাকে অশ্লীলতা আইনে ফেলা যাবে না। আশ্চর্য যে, মাত্র এক বছরের মধ্যেই এই আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে বিশ শতকের অন্যতম বিতর্কিত এক ইংরেজি উপন্যাস।
2/6
নতুন করে লেডি চ্যাটার্লি
![নতুন করে লেডি চ্যাটার্লি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/04/398601-lady-2.png)
photos
TRENDING NOW
3/6
বিতর্কিত উপন্যাস ‘লেডি চ্যাটার্লি’জ লাভার’
![বিতর্কিত উপন্যাস ‘লেডি চ্যাটার্লি’জ লাভার’](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/04/398600-lady-3.png)
4/6
ডি.এইচ. লরেন্স
![ডি.এইচ. লরেন্স](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/04/398599-lady-5.png)
5/6
কেঁপে উঠেছিল রক্ষণশীল সমাজ
![কেঁপে উঠেছিল রক্ষণশীল সমাজ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/04/398598-lady-4.png)
6/6
উদ্দাম যৌনতায়
![উদ্দাম যৌনতায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/04/398597-lady-6.png)
স্টোরিলাইনটা অতি সংক্ষেপে এরকম: উচ্চবংশীয় স্যর ক্লিফোর্ড চ্যাটার্লি সুদর্শন সুপুরুষ, কিন্তু যুদ্ধে আহত হয়ে পক্ষাঘাতে শয্যাশায়ী। তাঁর সুন্দরী স্ত্রী কনস্ট্যান্স রিড তথা লেডি চ্যাটার্লির সঙ্গে ক্রমশ তাঁর দূরত্ব তৈরি হয়। দূরত্ব শুধু শারীরিক নয়, মানসিকও। এদিকে নিঃসঙ্গ লেডি চ্যাটার্লি সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁদেরই এস্টেটের কর্মী উদ্যানরক্ষক অলিভার মেলর্সের সঙ্গে। আর তাঁদের প্রেম ও যৌনতার বিবরণেই তপ্ত এই উপন্য়াসের পাতার পাতা। সেই সময়ের নিরিখে যা অনেকটাই এগিয়েছিল।
photos