1/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/31/272586-gaurav-finaal.jpg)
2/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/31/272585-gaurav-4.png)
যদিও গোয়া থেকে মুম্বইতে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুশান্তকে চেনেন না বলে সাফ জানান গৌরব আর্য। তিনি বলেন, ২০১৭ সালে তাঁর সঙ্গে রিয়া চক্রবর্তীর পরিচয় হয়েছিল কিন্তু সুশান্ত সিং রাজপুতকে তিনি চেনেন না। তবে রিয়ার সঙ্গে তাঁর কীভাবে পরিচয় হয়েছিল, তা খতিয়ে দেখা হবে তদন্তের মাধ্যমে। সূত্র মারফত জানা যাচ্ছে এমন খবর
photos
TRENDING NOW
3/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/31/272584-gaurav3.png)
গৌরব আর্যর পাশাপাশি কপিল জাভেরি, আসলাম আজমির নামও উঠে আসছে সুশান্ত মামলায়। জানা যাচ্ছে, কপিল জাভেরিকে গৌরব আর্য কবে থেকে চেনেন বলে ইডির তরফে তাঁকে জিজ্ঞাসা করা হবে। পাশাপাশি কপিল জাভেরির সঙ্গে মিলেই কি গৌরব আর্য গোয়ায় অর্থ নিয়োগ করেন ব্যবসার জন্য! করা হবে এমন প্রশ্নও। পাশাপাশি আবু আসলাম আজমির সঙ্গে কবে থেকে গৌরব আর্য একযোগে ব্যবসা করছেন বলেও তাঁকে জিজ্ঞাসা করবেন ইডি অফিসাররা! কপিল জাভেরি, আবু আসলামের পাশাপাশি কৈলাস রাজপুতের নামও এবার উঠে আসতে শুরু করেছে সুশান্তের মৃত্যুতে মাদক যোগের প্রেক্ষিতে
4/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/31/272583-gaurav2.jpg)
প্রসঙ্গত ২০১৯ সালে গোয়া থেকে গ্রেফতার করা হয় কপিল জাভেরিকে। পুলিস তাঁর কাছ থেকে এমডিএম, কোকেন-সহ একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করে। অন্যদিকে ২০১৭ সালে দিল্লি পুলিসের বিশেষ দল গ্রেফতার করে আবু আসলাম আজমিকে। তাঁর কাছ থেকে ৪০ কেজি মাদক উদ্ধার করা হয়। জানা যায়, দুবাই, লন্ডন, বেলজিয়াম-সহ একাধিক দেশে মাদক সরবারহের সঙ্গে যুক্ত আবু আসলাম আজমি
5/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/31/272582-gaurav-1.jpeg)
photos