Longest Marriage: শতাব্দীপ্রাচীন বরবউ! ৮৪ বছরের তাক-লাগানো দাম্পত্য! ১০০ নাতিপুতি নিয়ে ভরা সংসার...

Brazilian couple: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, ম্যানোয়েল-মারিয়া বিশ্বের দীর্ঘতম বিবাহিত দম্পতি। এখন ম্যানোয়েলের বয়স ১০৫ বছর, মারিয়ার বয়স ১০১ বছর।

Feb 16, 2025, 15:35 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একাংশের মতে, সম্প্রতি বিয়ের খবরের থেকে পরকীয়া, বিচ্ছেদের খবর বেশি সামনে আসে। এই জায়গায় দাঁড়িয়ে ৮৪ বছর ধরে একসঙ্গে রয়েছেন এই দম্পতি। তাঁদের ১০০-এর বেশি নাতি-পুতি।   

2/5

১৯৪০ সালে ব্রাজিলের সিয়ারার বোয়া ভেনচুরায় ম্যানোয়েল এবং মারিয়া একে অপরের সঙ্গে বিবাহ বাঁধনে আবদ্ধ হন। 

3/5

ম্যানোয়েল এবং মারিয়ার গল্প শুরু হয় ১৯৩৬ সালে। সেই সময় ম্যানোয়েল ব্রাজিলের ঐতিহ্যবাহী মিষ্টি 'র‍্যাপাডুরাস' আনতে গিয়ে পৌঁছায় বোয়া ভিয়াগেমের আলমেইডা অঞ্চলে। সেখানেই তাঁর দেখা হয় মারিয়ার সঙ্গে। প্রথম দেখাতেই ম্যানোয়েল মারিয়ার প্রেমে পড়ে যান। তবে তখন তাঁকে কিছু বলে উঠতে পারেননি। ফের ১৯৪০ সালে তাঁদের ফের দেখা হয়। তখন ম্যানোয়েল তাঁর মনের কথা প্রাণ খুলে মারিয়ার সামনে রাখেন। তবে থেকেই শুরু হয় তাদের যাত্রা।  

4/5

মারিয়ার মা প্রথমে তাঁদের এই সম্পর্ক মেনে নিতে চাননি। যার ফলে ম্যানোয়েল তাঁর যোগ্যতা প্রমাণ করতে বাধ্য হন। ম্যানোয়েল কোমর বেঁধে নেমে পড়েন মারিয়ার যোগ্য হয়ে ওঠার জন্য। তাঁদের ভবিষ্যতের জন্য তিনি একটি বাড়ি তৈরি করেন। পরিবারের সম্মতি পাওয়ার পর তাঁরা বিয়ে করেন।

5/5

কয়েক দশক ধরে তাঁরা চাষাবাদ করেই জীবন কাটিয়েছেন। ম্যানোয়েল-মারিয়া ১৩ সন্তানের বাবা-মা। পরবর্তীতে তাদের বংশধারা ৫৫ জন নাতি-নাতনি, ৫৪ জন প্রপৌত্র-প্রপৌত্র এবং ১২ জন প্রপৌত্র-প্রপৌত্রে পরিণত করেছিলেন।