BCCI Naman Awards 2025: 'ক্রিকেট ঈশ্বর'কে জীবনকৃতী, বোর্ডের বর্ষসেরা কোন দুই মহারথী? রইল পুরো তালিকা

BCCI Naman Awards 2025: বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাতালেন কারা? রইল পুরো তালিকা...  

Feb 02, 2025, 14:25 PM IST
1/7

বিসিসিআই নমন পুরস্কার ২০২৫

BCCI Naman Awards 2025

২০০৬-০৭ মরসুম থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বর্ষবরণ করে, ফেলে আসা বছরের সেরা ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের সম্মাননা প্রদান করে। যা বিসিসিআই নমন পুরস্কার নামে পরিচিত। হিন্দি শব্দ 'নমন', যার মানে মাথা নত করা বা কুর্নিশ জানানো। ১ ফেব্রুয়ারি মুম্বইতে হয়ে গেল বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  

2/7

কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

Col. C. K. Nayudu Lifetime Achievement Award

ভারতীয় ক্রিকেটে আজীবন অবদানের স্বীকৃতি পেলেন সচিন তেন্ডুলকর। 'ক্রিকেট ঈশ্বর'কে জীবনকৃতী সম্মানে ভূষিত করলেন  আইসিসির চেয়ারম্যান জয় শাহ। দুই দশকেরও বেশি সময় ধরে সচিনের উইলো বাইশ গজে কবিতা লিখেছে। ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির সঙ্গে ৩৪,৩৫৭ আন্তর্জাতিক রানের মালিককে সেলাম বিসিসিআইয়ের    

3/7

সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার হিসেবে পলি উমরিগর পুরস্কার

 Polly Umrigar Award for Best International Cricketer (Men)

সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার হিসেবে পলি উমরিগর পুরস্কার পেলেন জসপ্রীত বুমরা। দিন কয়েক আগেই বিশ্ববন্দিত পেসার বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটার পেয়েছেন। এবার জাতীয় দলের এক নম্বর জোরে বোলারকে পুরস্কার দিল বিসিসিআই। এই নিয়ে তৃতীয়বার এই পুরস্কার পেলেন বুম...বুম...বুমরা  

4/7

সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটারের সম্মান

 Best International Cricketer Award (Women)

এই নিয়ে চতুর্থবার সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটারের সম্মান পেলেন স্মৃতি মন্ধানা। ভারতের সহ-অধিনায়ক মন্ধানা তাঁর বিশ্বমানের ব্যাটিং ক্ষমতা এবং নেতৃত্বের প্রদর্শন অব্যাহত রেখেছেন বাইশ গজে। ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান করার পুরষ্কারও পেয়েছেন স্মৃতি, ওডিআই-তে সর্বাধিক উইকেটশিকারি হওয়ার পুরস্কার পেয়েছেন দীপ্তি শর্মা    

5/7

অশ্বিনকে বিশেষ পুরস্কার

R Ashwin Special Award

বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের পর আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অশ্বিন। দেশের কিংবদন্তি স্পিনারকে তাঁর অসাধারণ কেরিয়ায়ের জন্য বিসিসিআই বিশেষ পুরস্কারে ভূষিত করল। ১০৬ টেস্টে ৫৩৭ উইকেটের মালিক অশ্বিন।   

6/7

সেরা আন্তর্জাতিক অভিষেক পুরুষ ও মহিলা

Best International Debut Men And Women

পুরুষদের সেরা আন্তর্জাতিক অভিষেকের স্বীকৃতি পেলেন সরফরাজ খান। এই ক্যাটাগরিতে মহিলাদের সেরা হয়েছেন আশা শোভানা।     

7/7

ঘরোয়া ক্রিকেটে পুরস্কার

Domestic Cricket Awards

বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্টে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন, ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের প্রতিযোগিতায় সেরা অলরাউন্ডারের জন্য লালা অমরনাথ পুরষ্কার পেয়েছেন শশাঙ্ক সিং (ছত্তিশগড়), রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের জন্য লালা অমরনাথ পুরষ্কার পেয়েছেন তনুশ কোটিয়ান (মুম্বই), ঘরোয়া ক্রিকেটে সেরা আম্পায়ার হয়েছেন অক্ষয় তোত্রে।