Fuel Price Rise: ফের দামি হচ্ছে জ্বালানি তেল! লিটার-প্রতি কত করে বাড়ছে দাম? কেরোসিনও কি অগ্নিমূল্য?

Fuel Price Rise: ১ জানুয়ারিও দাম বেড়েছিল। আবার ১ ফেব্রুয়ারি থেকে বাড়ল। ক্রমশ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কি জ্বালানি?

| Feb 02, 2025, 15:35 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বাড়ছে জ্বালানি তেলের দাম। সাম্প্রতিক সময়ের মধ্যে এই নিয়ে দু'বার দাম বাড়ল। নতুন করে দাম বাড়ার পরে পেট্রোলের দাম হবে লিটার প্রতি ২৫৬.১৩ টাকা। আর প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম দাঁড়াবে ২৬০.৯৫ টাকা! ১ জানুয়ারিও দাম বেড়েছিল।

1/6

পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত

পেট্রোল এবং পেট্রোলিয়াম জাত উপাদানের দাম বাড়তে চলেছে।

2/6

পেট্রোলের দাম

পেট্রোলের দাম বাড়বে ১.২৪ টাকা, ডিজেলের দাম বাড়বে  ৪.৪৯ টাকা। 

3/6

লাইট ডিজেল

দাম বাড়ছে লাইট ডিজেলেরও, লিটার প্রতি বাড়ছে ৫.৯৩ টাকা। 

4/6

কেরোসিনও

বৃদ্ধির মুখে কেরোসিনও। লিটার প্রতি যার দাম বাড়ছে ৫ টাকা করে! 

5/6

১ ফেব্রুয়ারি থেকে ১৫

এই নতুন দাম লাগু হতে শুরু করে দিয়েছে। পেট্রোল ডিজেলের নতুন দাম প্রযোজ্য হওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে গতকাল ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি।

6/6

কোথায় মূল্যবৃদ্ধি?

জ্বালানির এই মূল্যবৃদ্ধি অবশ্য ভারতে নয়, পাকিস্তানে।