Kyrgyzstan bans Nikab: মুসলিমপ্রধান এই দেশে নিষিদ্ধ হল নিকাব, নিয়ম ভাঙলেই জরিমানা, কেন জানেন!

Feb 02, 2025, 14:25 PM IST
1/5

নিষিদ্ধ নিকাব

নিষিদ্ধ নিকাব

কিরগিজিস্তানের মতো মুসিলম প্রধান দেশেই নিষিদ্ধ  হয়ে গেল নিকাব। এনিয়ে দেশটিতে হইচই শুরু হয়েছে।

2/5

কিরগিজিস্তান

কিরগিজিস্তান

কিরগিজিস্তানের মহিলারা আরব মহিলাদের মতো মাথা, মুখ ঢেকে রাস্তায় বের হন। খোলা থাকে শুধুমাত্র তার চোখ। এবার তা বন্ধ হচ্ছে।

3/5

জরিমানা

জরিমানা

এখন থেকে মুখ খোলা রাখতে হবে। মুখ ঢাকা যাবে না শুধু নয়, মুখ ঢাকলে জরিমানা করা হয়ে ২৩০ ডলার।

4/5

১ ফেব্রুয়ারি থেকে লাগু

১ ফেব্রুয়ারি থেকে লাগু

সরকার বিরোধীরা ১ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া ওই পদক্ষেপকে কারও ব্যক্তিগত ইচ্ছার উপরে হস্তক্ষেপ বললেও সরকার বলছে একেবারে উল্টো কথা। সরকারের দাবি, নিরাপত্তার প্রশ্ন মহিলাদের চিনতে সমস্যা হচ্ছে।

5/5

তাজিকিস্তান

তাজিকিস্তান

মধ্য এশিয়ার সবচেয়ে বড় মুসলিমপ্রধান দেশ কিরঘিজিস্তানের স্কুল ও সরকারি অফিসে নিকাব পরার অনুমতি দেওয়া হয়েছিল। এবার সরকার তাজিকিস্তানের পথে হেঁটে নিকাব নিষিদ্ধ করে দিল। কারণ সেই নিরাপত্তা।