EXPLAINED | Hina Munawar: বাবরদের সংসারে সুন্দরী অফিসার! কে এই হিনা মুনাওয়ার? চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ঝড়
Who Is Hina Munawar: কে এই হিনা মুনাওয়ার? তাঁকে নিয়েই চর্চা চলছে সর্বত্র...
1/6
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
2/6
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।
photos
TRENDING NOW
3/6
হিনা মুনাওয়ার
ত্রিদেশীয় ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন এক ঘোষণা করল, যা সকলকে চমকে দিয়েছে। মহম্মদ রিজওয়ানদের সংসারে ঢুকলেন হিনা মুনাওয়ার। পাকিস্তান পুরুষ দলের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনও মহিলা টিম ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছেন হিনা। যদিও সিনিয়র অবসরপ্রাপ্ত আমলা নাভিদ আক্রম চিমা টিম ম্যানেজার হিসেবে বহাল থাকবেন।
4/6
কে এই হিনা মুনাওয়ার?
হিনা এক দুরন্ত পুলিস অফিসার। তাঁর বায়োডেটা বলছে, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সোয়াট অঞ্চলে ফ্রন্টিয়ার কনস্টাবুলারিতে দায়িত্ব পালন করেছেন। ফ্রন্টিয়ার কনস্টাবুলারি পাকিস্তানের একটি ফেডারেল আধাসামরিক বাহিনী, যা পাকিস্তানের স্বরাষ্ট্র সচিবের নিয়ন্ত্রণাধীন। যারা মূলত খাইবার পাখতুনখোয়া প্রদেশ কাজ করে। তবে পাকিস্তানের বেশ কয়েকটি জেলাতেও তারা কাজ চালায়। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং অসামরিক খাইবার পাখতুনখোয়া পুলিসের ক্ষমতার বাইরের পরিস্থিতি মোকাবেলা করে। উপজাতীয় অনুপ্রবেশ, অপরাধীদের দল এবং চোরাচালানের বিরুদ্ধেও সুরক্ষা প্রদান করে ফ্রন্টিয়ার কনস্টাবুলারি। সিভিল সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হিনা বিভিন্ন আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা ভূমিকায় কাজ করেছেন।
5/6
হিনা কি ক্রিকেটে এই প্রথম?
6/6
কেন হিনাকে নেওয়া হল বাবরদের সাপোর্ট স্টাফ হিসাবে?
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি মুনাওয়ারকে ডেপুটেশনে বোর্ডে নিয়ে আসেন, কারণ তিনি পাকিস্তান পুলিশ সার্ভিসের অংশ। পাকিস্তানের ক্রিকেটারদের বোর্ডের বিরুদ্ধে 'বিদ্রোহ'-এর অভিযোগ প্রায়ই শোনা যায়। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি হিনাকে ডেপুটেশনে বোর্ডে নিয়ে আসলেন। কারণ তিনি পাকিস্তান পুলিস সার্ভিসের অংশ। পিসিবি চাইছে টিম ম্যানেজমেন্টকে আরও সুসংগঠিত ও দক্ষ করতে। হিনার নিয়োগের মাধ্যমে ঐতিহ্যগতভাবে কোচিং-কেন্দ্রিক এবং পুরুষশাসিত ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি আসবে।
photos