শ্রীলঙ্কা, আরব আমিরশাহির পর এবার এই দেশ IPL আয়োজনের প্রস্তাব দিল BCCI-কে

Jul 06, 2020, 20:06 PM IST
1/10

শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহির পর এবার আইপিএল আয়োজন করতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব দিল কেন উইলিয়ামসনদের দেশের ক্রিকেট বোর্ড।

2/10

নিউজিল্যান্ড এই মুহূর্তে প্রায় করোনা মুক্ত। এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ডের মেগা ফ্র্যাঞ্চাইজি লিগ করতে চেয়ে সৌরভের বোর্ডের কাছে প্রস্তাব এসেছে কিউই ক্রিকেট বোর্ডের তরফে।  

3/10

 মারণ ভাইরাসের ধাক্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ যে পিছতে চলেছে তা এপ্রকার নিশ্চিত। আর সেই জায়গাতেই আইপিএল করতে চায় বিসিসিআই।

4/10

 ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য ভারতই প্রথম পছন্দ তা আগেই পরিষ্কার করে দিয়েছেন বিসিসিআই সভাপতি।  

5/10

 প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামেও আইপিএল করতে তৈরি ভারতীয় বোর্ড।

6/10

তবে ভারতে করোনা পরিস্থিতি কিছুতেই আয়ত্তে আনা যাচ্ছে না। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণ আক্রান্তের সংখ্যা। তাই বোর্ড কর্তারা মনে করছেন এই পরিস্থিতিতে ভারতের মাটিতে মেগা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নাও হতে পারে।

7/10

বিকল্প ভেন্যু হিসেবে বিদেশের মাটিতে হতে পারে আইপিএল। সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ডের এক কর্তা।

8/10

ভারতীয় বোর্ডের কাছে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।  

9/10

এর আগে দু'বার আইপিএল-এর আসর বিদেশের মাটিতে বসেছিল। ২০০৯ সালে পুরো আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

10/10

২০১৪ সালে আংশিক আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে।