''আমার গার্লফ্রেন্ড-এর সঙ্গে তুমি চ্যাট করো কেন?'' এই ইংলিশ ক্রিকেটারকে নাকি শাসাতেন কোহলি!
নিজস্ব প্রতিনিধি- অনুষ্কা শর্মাই কি তাঁর জীবনের প্রথম প্রেম! অনেকেই বলবেন, হয়তো না। বিরাট কোহলি আগেও অনেক সম্পর্কে জড়িয়েছেন। আর সেই সব সম্পর্কের কথা গোপন থাকেনি। বরং কখনো কখনো বিরাটের অ্যাক্টিভিটি তাঁর সেই সব সম্পর্কের কথা জানিয়ে দিয়ে গিয়েছে। এরপর ২০১৩ সালে অনুস্কা শর্মা আসেন তাঁর জীবনে। তারপর থেকে জীবনটাই বদলে যায় কোহলির। বিভিন্ন মঞ্চ থেকে বিরাট কোহলি বারবার বলেছেন, অনুষ্কা তাঁর জীবনে আসার পর থেকে তিনি বদলে গিয়েছেন। তাঁকে আগের থেকে অনেক বেশি সংযত করতে সাহায্য করেছেন অনুষ্কা। তাই অনুষ্কার আগে তিনি কোনও সম্পর্কের প্রতি সিরিয়াস ছিলেন না। আদতে কি তাই! ইংলিশ ক্রিকেটার নিকনের দাবি কিন্তু নতুন করে অনেক জল্পনা উসকে দিল।
![''আমার গার্লফ্রেন্ড-এর সঙ্গে তুমি চ্যাট করো কেন?'' এই ইংলিশ ক্রিকেটারকে নাকি শাসাতেন কোহলি! ''আমার গার্লফ্রেন্ড-এর সঙ্গে তুমি চ্যাট করো কেন?'' এই ইংলিশ ক্রিকেটারকে নাকি শাসাতেন কোহলি!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/14/255859-koh.jpg)
নিজস্ব প্রতিনিধি- অনুষ্কা শর্মাই কি তাঁর জীবনের প্রথম প্রেম! অনেকেই বলবেন, হয়তো না। বিরাট কোহলি আগেও অনেক সম্পর্কে জড়িয়েছেন। আর সেই সব সম্পর্কের কথা গোপন থাকেনি। বরং কখনো কখনো বিরাটের অ্যাক্টিভিটি তাঁর সেই সব সম্পর্কের কথা জানিয়ে দিয়ে গিয়েছে। এরপর ২০১৩ সালে অনুস্কা শর্মা আসেন তাঁর জীবনে। তারপর থেকে জীবনটাই বদলে যায় কোহলির। বিভিন্ন মঞ্চ থেকে বিরাট কোহলি বারবার বলেছেন, অনুষ্কা তাঁর জীবনে আসার পর থেকে তিনি বদলে গিয়েছেন। তাঁকে আগের থেকে অনেক বেশি সংযত করতে সাহায্য করেছেন অনুষ্কা। তাই অনুষ্কার আগে তিনি কোনও সম্পর্কের প্রতি সিরিয়াস ছিলেন না। আদতে কি তাই! ইংলিশ ক্রিকেটার নিকনের দাবি কিন্তু নতুন করে অনেক জল্পনা উসকে দিল।
এজেস অন্ড স্লেজেস ক্রিকেট পডকাস্ট-এ প্রাক্তন ক্রিকেটার কম্পটন দাবি করেছেন, একটা সময় কোহলির কোনও এক প্রাক্তন বান্ধবীর সঙ্গে তিনি চ্যাট করতেন। আর সেই কথা জানার পর তাঁকে শাসিয়ে ছিলেন কোহলি। কম্পটন এমনও দাবি করেছেন, ২০১২ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলার সময় কোহলি তাঁকে কথা শোনাতেন। আর সব কিছু হত মাঠেই। নিক বলেছেন, ''ওই সিরিজে বিরাট বার বার আমাকে একই কথা নিয়ে স্লেজিং করত। যতবার ব্যাট করতে নেমেছি ততবার বিরাট ওই একই কথা আমাকে বলেছে। ওঁর দাবি ছিল, মেয়েটি ওঁর প্রেমিকা। এদিকে সেই মেয়েটির দাবি করত কোহলি তাঁর প্রাক্তন প্রেমিক। বিষয়টা যে আসলে কী সেটা আমার কাছে কিছুতেই পরিষ্কার হয়নি। আমি মাত্র কয়েকদিন ওই মেয়েটার সঙ্গে কথা বলেছিলাম। কেভিন পিটারসেন, যুবরাজ সিংয়ের সঙ্গেও সেই সময় ছিল বিরাটের প্রাক্তন প্রেমিকা। আমার সঙ্গে তখন ওর কিছুদিন কথা হয়েছিল। কিন্তু বিরাট ব্যাপার টাকে ভালো চোখে দেখেনি।"
আরও পড়ুন- আমি তোমাদেরই লোক..! আইসিসি প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে যা বললেন সৌরভ গাঙ্গুলি
২০১৩ সালে অনুষ্কা শর্মা তাঁর জীবনে আসার পর সবকিছু বদলে যায়। এরপর বিরাটের সঙ্গে আর কোনো মেয়ের নতুন করে সম্পর্কের কথা শোনা যায়নি। চার বছর পর ২০১৭ সালে বিরাট-অনুষ্কা সাতপাকে বাঁধা পড়েন। এমনকী এখন দেশের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি বিরুষ্কা। আর তাই এখন হয়তো বিরাট কোহলির জীবন নিয়ে নাড়াচাড়া করতে কেউই তেমন পছন্দ করবেন না। বিরাট হয়তো নিজেও মন থেকে এসব সম্পর্ক মুছে ফেলেছেন। নতুন করে পুরনো কাসুন্দি ঘেঁটে আর কি লাভ!