'ফ্রিডম ২৫১'-এর পর আবার চমক রিংগিং বেলস-এর!!!
সবচেয়ে সস্তা স্মার্টফোনের পর এবার সবচেয়ে সস্তা HD LED টিভি। ২৫১ টাকায় স্মার্টফোন 'ফ্রিডম ২৫১' নিয়ে এসেছিল রিংগিং বেলস। এবার ১০,০০০ টাকারও কম দামে HD LED টিভি। মাত্র ৯,৯০০ টাকায়। নাম 'ফ্রিডম ৯৯০০'।
!['ফ্রিডম ২৫১'-এর পর আবার চমক রিংগিং বেলস-এর!!! 'ফ্রিডম ২৫১'-এর পর আবার চমক রিংগিং বেলস-এর!!!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/13/63163-ringing-bells-freedom-9900-tv.jpg)
ওয়েব ডেস্ক : সবচেয়ে সস্তা স্মার্টফোনের পর এবার সবচেয়ে সস্তা HD LED টিভি। ২৫১ টাকায় স্মার্টফোন 'ফ্রিডম ২৫১' নিয়ে এসেছিল রিংগিং বেলস। এবার ১০,০০০ টাকারও কম দামে HD LED টিভি। মাত্র ৯,৯০০ টাকায়। নাম 'ফ্রিডম ৯৯০০'।
অনলাইন বুকিং শুরু হবে ১৫ অগাস্ট থেকে। বুকিং করা যাবে সংস্থার ওয়েবসাইটে গিয়েই। আগে বুকিং করলে আগে মিলবে, এই ভিত্তিতে ১৬ অগাস্ট থেকেই টিভি ডেলিভারি করবে রিংগিং বেলস। দাম দিতে হবে ক্যাশ অন ডেলিভারি বা COD মোডে। শুক্রবারই সংস্থার তরফে একথা ঘোষণা করা হয়েছে।
স্ক্রিনের চওড়ায় যেকোনও বড়সড় কোম্পানিকে টেক্কা দেবে রিংগিং বেলস তৈরি এই টিভি। চওড়ায় টিভিটি হবে প্রায় ৩১.৫ ইঞ্চি। রেজোলিউশন হবে ১৩৬৬ X ৭৬৮। কনট্রাস্ট রেশিও থাকবে ৩০০০ : ১। থাকছে ২টো HDMI, ২টো USB পোর্ট ও ২টো স্পিকার।