রাজ্য সরকারের সমালোচনায় ইয়েচুরি
তৃণমূল এবং কংগ্রেসের জোট সরকারের বর্ষপূর্তিকে ঘিরে যখন সরকারের সাফল্য তুলে ধরা হচ্ছে, তখনই সরকারের কাজের সমালোচনায় সরব হলেন সীতারাম ইয়েচুরি। রবিবার কলকাতায় এক নাগরিক সম্মেলনে এসে তিনি অভিযোগ করেন, গত এক বছরে পঞ্চায়েত ব্যবস্থা ধ্বংস করার পাশাপাশি কৃষি ক্ষেত্রে প্রবল সঙ্কট ডেকে এনেছে বর্তমান সরকার।
তৃণমূল এবং কংগ্রেসের জোট সরকারের বর্ষপূর্তিকে ঘিরে যখন সরকারের সাফল্য তুলে ধরা হচ্ছে, তখনই সরকারের কাজের সমালোচনায় সরব হলেন সীতারাম ইয়েচুরি। রবিবার কলকাতায় এক নাগরিক সম্মেলনে এসে তিনি অভিযোগ করেন, গত এক বছরে পঞ্চায়েত ব্যবস্থা ধ্বংস করার পাশাপাশি কৃষি ক্ষেত্রে প্রবল সঙ্কট ডেকে এনেছে বর্তমান সরকার।
সিপিআইএম পলিটব্যুরো সদস্যের দাবি, সরকারের মদতে গ্রামে গ্রামে জোতদারেরা সক্রিয় হয়ে উঠেছে। ঘটছে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনাও। সেইসঙ্গেই পঞ্চায়েত নির্বাচনে বহুক্ষেত্রে বামপন্থীরা প্রার্থী দিতে গিয়ে বাধা পাবেন বলে তাঁর আশঙ্কা।
তৃণমূল কংগ্রেসের পাশাপাশি অন্য ইস্যুতে কেন্দ্রের কংগ্রেসকেও বেঁধেন সীতারাম ইয়েচুরি। আগামী দিনে কেন্দ্র ফের তেলের দাম বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।