মোদী সরকারকে ঋণ দিতে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এল বিশ্বব্যাঙ্ক
নরেন্দ্র মোদী সরকারে আস্থাপ্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। সংস্থার প্রেসিডেন্ট জিম ইয়ং কিম মনে করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন যেভাবে দেশের মধ্যে গুজরাটের অর্থনৈতিক বিকাশ ঘটিয়েছিলেন নরেন্দ্র মোদী, সেই একই ফর্মুলা কাজে লাগিয়ে এবার তিনি ভারতের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
![মোদী সরকারকে ঋণ দিতে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এল বিশ্বব্যাঙ্ক মোদী সরকারকে ঋণ দিতে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এল বিশ্বব্যাঙ্ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/07/24/27099-world-bank.jpg)
নতুন দিল্লি: নরেন্দ্র মোদী সরকারে আস্থাপ্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। সংস্থার প্রেসিডেন্ট জিম ইয়ং কিম মনে করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন যেভাবে দেশের মধ্যে গুজরাটের অর্থনৈতিক বিকাশ ঘটিয়েছিলেন নরেন্দ্র মোদী, সেই একই ফর্মুলা কাজে লাগিয়ে এবার তিনি ভারতের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
বিশ্ব ব্যাঙ্কের প্রধান জানিয়েছেন, আগামী তিন বছরের জন্য তারা ভারতকে দেড় থেকে দু হাজার কোটি ডলার ঋণ দেবে। জিম ইয়ং কিমের দাবি, কেন্দ্রে গুজরাট মডেল অনুসরণ করা হলে, ভারত বিশ্ব ব্যাঙ্কের Doing Business রিপোর্টের Ranking-এ পঞ্চাশ ধাপ উঠে আসতে পারবে। দুবছর আগে বিশ্ব ব্যাঙ্কের Doing Business রিপোর্টের সমীক্ষায় দুধাপ নেমে যায় ভারত। বর্তমানে একশো উননব্বইটি রাষ্ট্রের মধ্যে Doing Business রিপোর্টে ভারতের স্থান একশো চৌত্রিশে।