পুণে ইনফোসিস ক্যাম্পাসে গণধর্ষণ, ধৃত ২
পুনেতে ইনফোসিসের ক্যাম্পাসেই মহিলা ক্যান্টিনকর্মীকে ধর্ষণের অভিযোগ। ক্যান্টিনের ভিতরেই ওই কর্মীকে ধর্ষণ করে দুজন। তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।
Updated By: Dec 29, 2015, 02:47 PM IST
![পুণে ইনফোসিস ক্যাম্পাসে গণধর্ষণ, ধৃত ২ পুণে ইনফোসিস ক্যাম্পাসে গণধর্ষণ, ধৃত ২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/29/47157-446011-infosys.jpg)
Representational image
ওয়েব ডেস্ক: পুনেতে ইনফোসিসের ক্যাম্পাসেই মহিলা ক্যান্টিনকর্মীকে ধর্ষণের অভিযোগ। ক্যান্টিনের ভিতরেই ওই কর্মীকে ধর্ষণ করে দুজন। তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, মহিলা অভিযোগ করেন, ২৭ ডিসেম্বর ক্যান্টিনের ভিতরে সাফাইকর্মীরা তাঁকে ধর্ষণ করে। তবে মহিলার পরিচয় জানায়নি এএনআই। টাইমস অফ ইন্ডিয়া সূত্র, পুনে ইনফোসিসের ক্যান্টিনের হিসাবরক্ষক ওই মহিলা।