মাঝ আকাশে জন্ম, বিনামূল্যে আজীবন বিমানে যাতায়াত করতে পারবে ওই সদ্যোজাত

দিল্লি-বেঙ্গালুরু 6E 122 ফ্লাইটে একটি শিশু জন্মগ্রহণ করেছে। ওই বিমান বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে রাত ৮.৩০-এ।

Updated By: Oct 8, 2020, 07:34 PM IST
মাঝ আকাশে জন্ম, বিনামূল্যে আজীবন বিমানে যাতায়াত করতে পারবে ওই সদ্যোজাত

নিজস্ব প্রতিবেদন: বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় এক মহিলা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে পুত্র সন্তানের জন্ম দেন। এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে এই খবর।

ইন্ডিগোর দিল্লি-বেঙ্গালুরু ৬ ই ১২২ ফ্লাইটে জন্মগ্রহণ করেছে এই শিশু। ইন্দিগো এক বিবৃতিতে বলেছে, "ভালভাবে সন্তান ও মাকে পৌঁছে দেওয়া হয়েছে বেঙ্গালুরুতে"

একই ফ্লাইটে যাত্রা করা সহযাত্রীরা পরে এই খবরটি নিশ্চিত করেছেন যে দিল্লি-বেঙ্গালুরু 6E 122 ফ্লাইটে একটি শিশু জন্মগ্রহণ করেছে। ওই বিমান বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে রাত ৮.৩০-এ।

.