ভারত হোক বা আমেরিকা, শীতের প্রকোপে নাজেহাল দু`দেশের উত্তর-উত্তর পূর্বাংশ

আমেরিকা হোক বা ভারত দুদেশেরই উত্তর-উত্তর পূর্ব অংশে শীতে সবচেয়ে বেহাল দশা। আমেরিকার বার্মিংহাম,শিকাগো,মিশিগান বা ভারতের কাশ্মীর,হিমাচল থেকে অরুনাচল সর্বত্রই এক ছবি। ওবামা,মনমোহনের রাজত্বের উত্তর-উত্তরপূর্ব অংশ বরফের চাদরে মোড়া। ঘন ঘন তুষারপাতে বিপর্যস্ত জনজীবন।

Updated By: Jan 9, 2014, 08:05 PM IST

আমেরিকা হোক বা ভারত দুদেশেরই উত্তর-উত্তর পূর্ব অংশে শীতে সবচেয়ে বেহাল দশা। আমেরিকার বার্মিংহাম,শিকাগো,মিশিগান বা ভারতের কাশ্মীর,হিমাচল থেকে অরুনাচল সর্বত্রই এক ছবি। ওবামা,মনমোহনের রাজত্বের উত্তর-উত্তরপূর্ব অংশ বরফের চাদরে মোড়া। ঘন ঘন তুষারপাতে বিপর্যস্ত জনজীবন।

আমেরিকা অথবা ভারত শীতকালে দুদেশের উত্তর-উত্তর পূর্ব অংশে প্রবল শীত, তুষারপাত এসব সাধারন মানুষের চেনা ছবি। তবে এবছর মার্কিন মুলুকের ওই অংশের তাপমাত্রা সব রেকর্ড ছাপিয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা বাতাস কানাডা ও তার আশেপাশের অঞ্চলে ধাক্কা খেয়ে ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে। এই ঠান্ডা ঘূর্নিঝড় দক্ষিণপূর্ব মুখী হয়ে বয়ে যাচ্ছে। আর অন্যান্য বছরের তুলনায় এই ঝঞ্ঝার পরিমান আনেক বেশী। অন্য দিকে আমাদের দেশেও অন্য বারের তুলনায় পশ্চিমী ঝঞ্ঝার পরিমান অনেক বেশী। তাই কাশ্মীর ,লাদাখ বা হিমাচলেও বেড়েছে তুষারপাত।

দুদেশেই দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিমীঝঞ্ঝা। আর তাই মিশিগান বা ডাললেক কোথাও রেহাই পাননি বরুন দেব।

.