নির্বাচনে জিতলে কেজরিওয়াল কি এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী?
নির্বাচনে জিতলে এবার কি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন অরবিন্দ কেজরিওয়াল? মণীশ সিসোদিয়ার কথায় যেন তারই ইঙ্গিত।
![নির্বাচনে জিতলে কেজরিওয়াল কি এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী? নির্বাচনে জিতলে কেজরিওয়াল কি এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/10/75710-561749-sisodia-kejriwal456.jpg)
ওয়েব ডেস্ক : নির্বাচনে জিতলে এবার কি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন অরবিন্দ কেজরিওয়াল? মণীশ সিসোদিয়ার কথায় যেন তারই ইঙ্গিত।
পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। ৪ ফেব্রুয়ারি ও ১১ মার্চ, দুই পর্যায়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে পাঞ্চাবে। নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক দলগুলির মধ্যে তত্পরতা তুঙ্গে। এরমধ্যেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার কথায় পাঞ্জাব নির্বাচন নিয়ে উস্কে উঠল জল্পনা।
মোহালিতে এক নির্বাচনী জনসভায় সিসোদিয়া বলেন, "এমনভাবে ভোট দিন, যাতে অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারে।" সিসোদিয়ার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কি নির্বাচনে জিতলে পাঞ্জাব কুর্সিতে বলবেন কেজরিওয়াল? আর দিল্লির মুখ্যমন্ত্রী পদে উত্তরণ ঘটবে সিসোদিয়ার?
আরও পড়ুন, নোট বাতিলের জের, ব্যাঙ্কে উপছে পড়েছে করফাঁকির পাহাড় প্রমাণ টাকা!