শক্তিশালী লোকপাল চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি আন্না হাজারের

প্রকৃত অর্থে দুর্নীতিবিরোধী লোকপাল বিলের দাবি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন আন্না হাজারে। আজ প্রধানমন্ত্রীর কাছে আন্না দাবি জানিয়েছেন লোকপাল ও লোকায়ুক্তের হাতে স্বাধীন তদন্ত করার ক্ষমতা দিতে হবে।

Updated By: Dec 25, 2011, 02:09 PM IST

প্রকৃত অর্থে দুর্নীতিবিরোধী লোকপাল বিলের দাবি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন আন্না হাজারে। আজ প্রধানমন্ত্রীর কাছে আন্না দাবি জানিয়েছেন লোকপাল ও লোকায়ুক্তের হাতে স্বাধীন তদন্ত করার ক্ষমতা দিতে হবে। কোনও অভিযোগ ছাড়াই কারও বিরুদ্ধে তদন্ত করার অধিকার থাকা উচিত লোকপাল ও লোকায়ুক্তের হাতে। একই সঙ্গে তাঁর দাবি, সিবিআইকে সম্পূর্ণ রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে।
সিবিআইয়ের আর্থিক ও প্রশাসনিক ভার দিতে হবে লোকপালকেই।

আগামী মঙ্গলবার থেকে সংসদে লোকপাল বিল নিয়ে বিতর্ক শুরু হবে। শক্তিশালী লোকপাল বিলের দাবিতে ওই দিন থেকেই মুম্বইয়ে তিনদিনের জন্য অনশন আন্দোলনে বসবেন আন্না। তার আগে রালেগাঁও সিদ্ধির প্রবীণ সমাজকর্মীর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিকে চাপ সৃষ্টির নয়া কৌশল বলেই মনে করছে কংগ্রেস শীর্ষনেতৃত্ব।

.