ফ্রান্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হচ্ছেন বিনয় মোহন কোয়াত্রা
ফ্রান্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন বিনয় মোহন কোয়াত্রা। বিদেশ মন্ত্রক সূত্রে এখবর জানানো হচ্ছে। আরও বলা হয়েছে, খুব শিগগিরই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
![ফ্রান্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হচ্ছেন বিনয় মোহন কোয়াত্রা ফ্রান্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হচ্ছেন বিনয় মোহন কোয়াত্রা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/11/85336-593740-mea.jpg)
ওয়েব ডেস্ক : ফ্রান্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন বিনয় মোহন কোয়াত্রা। বিদেশ মন্ত্রক সূত্রে এখবর জানানো হচ্ছে। আরও বলা হয়েছে, খুব শিগগিরই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
১৯৮৮ ব্যাচের ফরেন সার্ভিস অফিসার বিনয় কোয়েত্রা বর্তমানে প্রধানমন্ত্রী দফতরের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে ফ্রান্সে রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন মোহন কুমার। তিনি অবসর নেওয়ার পরই তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন বিনয় কোয়েত্রা।
রাষ্ট্রসংঘের বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিনয় কোয়েত্রার। চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কূটনৈতিক মিশনেও তিনি অংশ নিয়েছেন। পাশাপাশি সামলেছেন বিদেশমন্ত্রকের সন্ত্রাসদমন শাখার জয়েন্ট সেক্রেটারির দায়িত্বও।
আরও পড়ুন, আধারের সঙ্গে PAN লিঙ্ক করা এখন আরও সহজ!