বন্দুক দেখিয়ে ইউপি পুলিসের 'নাচ বাসন্তি': পুলিস গব্বর, মেলার নর্তকী বাসন্তি
গব্বর সিংও এই উর্দিধারী মানুষটিকে দেখলে হয়তো লজ্জায় মাথা নিচু করতেন। উত্তরপ্রদেশ প্রশাসনের একের পর কীর্তিতে উনি নতুন মালা পরালেন। ওনার নাম শৈলেন্দ্র শুক্লা। উত্তরপ্রদেশ পুলিসের দুঁদে কনস্টেবল। তা তিনি রমেশ সিপ্পির সেই শোলের গব্বরকে একেবারে জলজ্যান্ত অবস্থায় ফিরে আনলেন। বন্দুক দেখিয়ে কাঁচের ওপর বাসন্তিকে নাচতে বাধ্য করিয়েছিলেন শোলের গব্বর। আর ইনি শাহজানপুরে এক জলসায় নর্তকীকে নাচতে বাধ্য করালেন বন্দুকের নল দেখিয়ে।
![বন্দুক দেখিয়ে ইউপি পুলিসের 'নাচ বাসন্তি': পুলিস গব্বর, মেলার নর্তকী বাসন্তি বন্দুক দেখিয়ে ইউপি পুলিসের 'নাচ বাসন্তি': পুলিস গব্বর, মেলার নর্তকী বাসন্তি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/12/31083-nach.jpg)
ওয়েব ডেস্ক: গব্বর সিংও এই উর্দিধারী মানুষটিকে দেখলে হয়তো লজ্জায় মাথা নিচু করতেন। উত্তরপ্রদেশ প্রশাসনের একের পর কীর্তিতে উনি নতুন মালা পরালেন। ওনার নাম শৈলেন্দ্র শুক্লা। উত্তরপ্রদেশ পুলিসের দুঁদে কনস্টেবল। তা তিনি রমেশ সিপ্পির সেই শোলের গব্বরকে একেবারে জলজ্যান্ত অবস্থায় ফিরে আনলেন। বন্দুক দেখিয়ে কাঁচের ওপর বাসন্তিকে নাচতে বাধ্য করিয়েছিলেন শোলের গব্বর। আর ইনি শাহজানপুরে এক জলসায় নর্তকীকে নাচতে বাধ্য করালেন বন্দুকের নল দেখিয়ে।
শুধু তাই নয় যখনই সেই নতর্কি নাচ হাঁফিয়ে গিয়ে নাচ থামিয়েছেন, তখনই বন্দুকে একেবারে গুলি ছুঁড়তে উদ্যোত হয়েছেন মদ্যপ সেই পুলিস কনস্টেবল। প্রাণের ভয়ে সেই নতর্কি ক্রমগাত এক ঘণ্টা নেচে চলে। ভয়ে পা কাঁপতে কাঁপতে সেই নতর্কি যখন নাচ থামায় তখন সে প্রায় অচৈতন্য হয়ে পড়ে। 'মোগ্মাবো খুস হুয়ার' স্টাইলে নাচের মাঝে কখনও ৫০০ টাকার, কখনও আবার হাজার টাকার নোট ছড়ালেন সেই কীর্তিমান পুলিস কনস্টেবল। কখনও আবার প্রায় জড়িয়ে ধরতে গেলেন সেই নর্তকীকে।
শেষে হল কী! ওই আর কী। তদন্তের কথা, খতিয়ে দেখা হচ্ছে। এসব। তা খতিয়ে দেখা চলুক। গব্বররা এখনও বেঁচে আছেন, এটাই বরং খবরে পরে আঁতকে উঠে মুচকি হাসা যাক।