কংগ্রেসের ভোটে থাবা বসিয়ে ত্রিপুরায় বিজেপির উত্থান
উত্তর-পূর্বের ৩ রাজ্যে চলছে ভোটগণনা।
![কংগ্রেসের ভোটে থাবা বসিয়ে ত্রিপুরায় বিজেপির উত্থান কংগ্রেসের ভোটে থাবা বসিয়ে ত্রিপুরায় বিজেপির উত্থান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/03/111046-vs.jpg)
নিজস্ব প্রতিবেদন: ৫ বছর আগে শূন্য থেকে ত্রিপুরায় ক্ষমতা দখলের পথে গেরুয়া শিবির। ২০১৩ সালে ত্রিপুরায় বিজেপি পেয়েছিল মাত্র ১.৫ শতাংশ ভোট। ২০১৪ সালে লোকসভা ভোটে ৫.৭০ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। সেখান থেকে রাজ্য দখল করতে চলেছে তারা। এবার এখনও পর্যন্ত বিজেপির ঝুলিতে গিয়েছে ৪০.৫% ভোট। বিজেপির জোটসঙ্গী আইপিএফটি পেয়েছে ৮.৩ শতাংশ ভোট।
৫ বছরেই বিজেপির অভাবনীয় উত্থান ত্রিপুরায়। ২৫ বছরের বাম সরকারকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলাই নয়, বরং ক্ষমতা দখল করতেও চলেছে তারা। কার ভোট কাড়ল গেরুয়া শিবির?
২০১৩ সালে ত্রিপুরায় কংগ্রেস পেয়েছিল ৩৬.৫ শতাংশ ভোট। পরের বছর লোকসভা ভোটে ছিল ১৫.২০ শতাংশ। সেই কংগ্রেসই এবার পেয়েছে মাত্র ১.৯ শতাংশ ভোট।
২০১৩ সালে বিধানসভা ভোটে সিপিএম পেয়েছিল ৪৮.১ শতাংশ ভোট। ২০১৪ সালের লোকসভা ভোটে ৬৪ শতাংশ ভোট পেয়েছিল সিপিএম। এবার সেখানে তারা পেয়েছে ৪৪.৪ শতাংশ।
পরিসংখ্যান থেকেই স্পষ্ট, বাম শিবিরের ভোট অক্ষত থাকলেও ধস নেমেছে কংগ্রেসের ভোটে। সেই ভোটই গিয়েছে বিজেপির ভাঁড়ারে।
রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রে সিপিএম-কংগ্রেস আঁতাঁতের জেরে রাজ্যে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা ছিল না। কিন্তু শক্তিশালী বিরোধী না থাকায় ভোট পেত কংগ্রেস। এবার বিজেপি প্রবলভাবে উঠে আসায় তারাই বিকল্প হয়ে উঠেছে ত্রিপুরাবাসীর কাছে।
আরও পড়ুন- ত্রিপুরায় সরকার গড়ার পথে বিজেপি, উত্ফুল্ল গেরুয়া শিবির