কেরালায় পিঁপড়ে ঢাকা অবস্থায় উদ্ধার ধর্ষিত শিশু

কোজিকোরের হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে জীবনের লড়াই চালাচ্ছে তিন বছরের একটি শিশু। ফুটপাতে মায়ের কোলের ওমে ঘুমোনোর সময় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুষ্কৃতীরা। পরের দিন ভোরে কয়েকজন স্কুল পড়ুয়া পিঁপড়ে মোড়া অবস্থায় উদ্ধার করে তাকে। জ্বরে তখন তার গা পুড়ে যাচ্ছে।

Updated By: Mar 7, 2013, 12:49 PM IST

কোজিকোরের হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে জীবনের লড়াই চালাচ্ছে তিন বছরের একটি শিশু। ফুটপাতে মায়ের কোলের ওমে ঘুমোনোর সময় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুষ্কৃতীরা। পরের দিন ভোরে কয়েকজন স্কুল পড়ুয়া পিঁপড়ে মোড়া অবস্থায় উদ্ধার করে তাকে। জ্বরে তখন তার গা পুড়ে যাচ্ছে।
গত দু`দিনের তুলনায় আজ তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসারত ডাক্তার। তবে অকল্পনীয় আঘাতের দাগ পাওয়া গিয়েছে শিশুটির সারা শরীরে। ভোঁতা অস্ত্রের আঘাতও রয়েছে বলে জানিয়েছেন ডাক্তার।
এখনও পর্যন্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। গ্রেফতার হয়নি কেউই।
গত বছরের ডিসেম্বরে দিল্লি ধর্ষণ কাণ্ডের পর নারী নির্যাতনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। তাৎপর্যপূর্ণ ভাবে নারী সুরক্ষা নিয়ে অর্ডিন্যান্সও পাস করতে প্রস্তুত সংসদ। তবে নারী নিরাপত্তার অভাবে ভুগতে থাকা গোটা দেশে নতুন বছরেও একটি ছাপিয়ে আরেকটি পাশবিক ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা জানান দিচ্ছে নারী ও নিরাপত্তার মধ্যে দূরত্ব কমতে এখনও বেশ দেরি।

.