উত্তরপ্রদেশে ট্রেনের ধাক্কায় বেসামাল স্কুলবাস, মৃত ৬ শিশু, আহত বহু
আজ সকালে উত্তরপ্রদেশে একটি স্কুলবাসে ট্রেনের ধাক্কায় তিনটি শিশুর মৃত্যু হল। আহত হয়েছে আরও বেশ কিছু শিশু। একটি রক্ষীবিহীন রেল ক্রসিংয়ের উপর দিয়ে বাসটি যাওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।
Updated By: Dec 4, 2014, 02:26 PM IST
![উত্তরপ্রদেশে ট্রেনের ধাক্কায় বেসামাল স্কুলবাস, মৃত ৬ শিশু, আহত বহু উত্তরপ্রদেশে ট্রেনের ধাক্কায় বেসামাল স্কুলবাস, মৃত ৬ শিশু, আহত বহু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/04/31943-up.jpg)
লখনউ: আজ সকালে উত্তরপ্রদেশে একটি স্কুলবাসে ট্রেনের ধাক্কায় ছটি শিশুর মৃত্যু হল। আহত হয়েছে আরও বেশ কিছু শিশু। একটি রক্ষীবিহীন রেল ক্রসিংয়ের উপর দিয়ে বাসটি যাওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।
বাসটিতে ২০ জনেরও বেশি প্রাইমারি স্কুলের পড়ুয়ারা ছিল। অভিযোগ বাসটির ড্রাইভার লেভেল ক্রসিং পাড় করে বাসটি নিয়ে যাওয়ার সময় বারাণসী গামী তামসা এক্সপ্রেস বাসটিকে ধাক্কা মারে।
আহত শিশুদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিস্তারির খবর কিছু পরে...